দেশ

যৌন হেনস্তা: বিপাকে কর্ণাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু (পিটিআই): নাবালিকাকে যৌন হেনস্তার মামলায় বিপাকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। পকসো মামলায় বেঙ্গালুরুর আদালত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসঙ্গত, পকসো এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় বর্ষীয়ান বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  ফলে জেলে যেতে হতে পারে অশীতিপর এই বিজেপি নেতাকে। কিছুদিন আগেই যৌন নির্যাতন মামলায় জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকেও গ্রেপ্তার করা হয়েছে। 
এদিন কথা প্রসঙ্গে ইয়েদুরাপ্পার জেলযাত্রারই ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইয়েদুরাপ্পাকে ডেকে পাঠানো হয়েছে। প্রয়োজন পড়লে তাঁকে গ্রেপ্তার করাও হতে পারে। তিনি জানান, ‘নোটিস পাঠানো হয়েছে। ১৫ জুনের মধ্যে চার্জশিট জমা পড়বে। তবে, সব কিছুই হবে যথাযথ বিধি মেনেই। বয়ান রেকর্ড করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (ইয়েদুরাপ্পা) আদালতে পেশ করতে হবে। সব প্রক্রিয়া হবে আইনের গণ্ডির মধ্যে থেকেই।’ এরপরই পরমেশ্বর যোগ করেন, ‘প্রয়োজন পড়লে সিআইডি ওঁকে গ্রেপ্তার করবে। সিআইডিই এ বিষয়ে শেষ কথা বলবে।’ 
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরু পুলিস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। ৫৪ বছরের এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়। তাঁর ১৭ বছরের কিশোরী কন্যাকে ডলার্স কলোনির বাড়িতে ইয়েদুরাপ্পা যৌন হেনস্তা করেন বলে ওই মহিলার অভিযোগ। গত ১৪ মার্চ সদাশিবনগর থানায় সংশ্লিষ্ট অভিযোগটি দায়ের হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই কর্ণাটকের ডিজিপি অলোক মোহন তদন্তভার সিআইডির হাতে তুলে দেন। ইয়েদুরাপ্পা যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের আর্জি জানিয়ে ইয়েদুরাপ্পা আদালতের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলাকারী মহিলা গত মাসে একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। সরকারি সূত্রে খবর, সিআইডির তরফে মামলাটি লড়ার ভার দেওয়া হয়েছে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অশোক এইচ নায়ককে। 
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষার জন্য নামী প্রতিষ্ঠানে ভর্তির প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় উন্নতির নতুন পথের দিশা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৩ টাকা৮৪.৪৭ টাকা
পাউন্ড১০৪.২১ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     June,   2024
দিন পঞ্জিকা