বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পঞ্চাশ লক্ষ টাকার ওয়াটার অ্যাম্বুলেন্স বিকল, পড়ে আছে গোসাবার জেটিতে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রান্তিক এলাকা থেকে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে শীতাতপ নিয়ন্ত্রিত স্পিডবোট কিনেছিলেন বিধায়ক সুব্রত মণ্ডল। এই জলযানকে ওয়াটার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  কিন্তু গত ছ’মাসের বেশি সময় ধরে সেটি বিকল অবস্থায় পড়ে রয়েছে গোসাবার বিডিও ঘাটে। বিধায়কের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা ব্যয় করে এই স্পিড বোট কেনা হলেও, দুর্গম অঞ্চলের রোগীরা তার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ। বিরোধীরা বলছেন, পুরো টাকাই জলে গিয়েছে। এই ওয়াটার অ্যাম্বুলেন্সের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছে। সেগুলি সারাই করার উদ্যোগ নেওয়া হয়নি। ব্লক প্রশাসন এটি মেরামতের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ন’টি দ্বীপে ঘেরা গোসাবা ব্লকের বাসিন্দাদের যাতায়াতে এমনিতেই নানা সমস্যা হয়। তার উপর প্রান্তিক এলাকা থেকে রোগীদের ব্লক হাসপাতালে আনতে গেলে কম হ্যাপা পোহাতে হয় না। বিশেষ করে প্রসূতিদের আনা নেওয়া করতে বিপদের ঝুঁকি থাকে। কোনও দুর্ঘটনা ঘটলে বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় দ্রুত সাহায্য পাঠাতে সাধারণ নৌকা কিংবা বোটে অনেকটা সময় লেগে যায়। এক্ষেত্রে স্পিড বোটই একমাত্র উপায়। কিন্তু কোনও কাজেই লাগছে না এই যানটি। গত মাসে ঘূর্ণিঝড় রেমালের মধ্যেই গোসাবার দয়াপুরে এক প্রসূতি অসুস্থ বোধ করেন। তাঁকে দ্রুত ব্লক হাসপাতালে আনা দরকার ছিল। সেই সময় ঝোড়ো হাওয়ার মধ্যে ওয়াটার অ্যাম্বুলেন্সই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেটি খারাপ থাকায় ঝুঁকি নিয়ে ভুটভুটি পাঠিয়ে ওই বধূকে নিয়ে আসা হয়।
জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা গোসাবার তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল বলেন, এখানে এমন বিলাসবহুল ওয়াটার অ্যাম্বুলেন্স কেনার প্রয়োজন ছিল কি না, জানি না।  কিন্তু বিপদের সময় এটি মানুষের কাজে আসেনি, এটাই সত্য। কবে ঠিক হবে, কেউ জানে না। এদিকে, এই স্পিড বোট রক্ষণাবেক্ষণের জন্য অনেক টাকা প্রয়োজন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঘণ্টায় প্রায় ৮০ লিটার জ্বালানি তেল লাগে। সেই খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়েও চিন্তায় প্রশাসন। সব মিলিয়ে এই দ্বীপাঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা এখন বিশ বাঁও জলে। আপাতত এটি জেটিঘাটে পড়ে রয়েছে।
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা