বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নেতাজির জন্মদিনে ১০মাইল দৌড় প্রতিযোগিতা আয়োজন করছে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ১০মাইল দৌড় প্রতিযোগিতা হবে। ক্লাবের হীরকজয়ন্তী বর্ষে এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেবেন। শহরে খেলাধুলোর চর্চা বজায় রাখতে প্রতিবছর এই প্রতিযোগিতা হয়। প্রথম থেকে দশম স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থানাধিকারী পাবেন ৩০হাজার টাকা। এবার দৌড় প্রতিযোগিতা দেখতে রেকর্ড ভিড় হবে বলে ক্লাবের সদস্যরা মনে করছেন।
২৩ জানুয়ারি সকাল ৮টা নাগাদ মেদিনীপুর শহরের কলেজমাঠ এলাকা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হবে। গোলকুয়া চক হয়ে জগন্নাথ মন্দির, ধর্মা, কেরানিচটি হয়ে ফের কলেজ মাঠ অবধি দৌড় হবে। এবছর মহিলারাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মহিলাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কার হিসেবে ১০ হাজার, সাতহাজার ও পাঁচহাজার টাকা দেওয়া হবে। মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারীকে উদ্যোক্তারা রেসিং সাইকেলও দেবেন।
ক্লাবের যুগ্ম সম্পাদক সুনীলবরণ সামন্ত ও সুখরঞ্জন মাতব্বর বলেন, খেলাধুলোর পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নবীন প্রজন্মের ছেলেমেয়েদের মোবাইল ব্যবহার কমিয়ে মাঠে নেমে খেলাধুলো করার বার্তা দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকায় এখনও অনেক ভালো মানের খেলোয়াড় আছে। তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
প্রায় ৬২বছর আগে মেদিনীপুরের সুকুমার প্রতিহার জুনিয়র বেঙ্গল সুইমিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। পরের বছর তিনি বেঙ্গল ম্যারাথন চ্যাম্পিয়ন হন। ১৯৬৫ সালে সুকুমারবাবু ও তাঁর কয়েকজন ক্রীড়াপ্রেমী বন্ধু পাঁচ মাইল দৌ‌ড় প্রতিযোগিতার সূচনা করেন। ১৯৬৭ সাল থেকে সেই দূরত্ব বাড়িয়ে ১০ মাইল করা হয়। সেবছর থেকেই প্রতিযোগিতার জনপ্রিয়তা রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। এই ক্লাবের প্রথম সম্পাদক মুকুল মিত্র একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। তাঁর হাত ধরেই এই দৌড় প্রতিযোগিতা পেশাদারিত্বের সঙ্গে আয়োজন শুরু হয়। সারা দেশ থেকে প্রতিযোগীরা এতে অংশ নিতেন। সেসময় পুরস্কারে এক ভরি সোনার মেডেল দেওয়া হতো। এখন প্রতিযোগীর সংখ্যা কমলেও প্রতিবছর নিয়ম করে প্রতিযোগিতা হচ্ছে। প্রথমদিকে এই প্রতিযোগিতা অন্যদিনে হতো। পরে প্রখ্যাত বিপ্লবী বিমল দাশগুপ্তর নির্দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিনে প্রতিযোগিতা আয়োজন শুরু হয়। ক্লাবের সভাপতি মদনমোহন মাইতি বলেন, আমাদের ক্লাবের মূলমন্ত্র ঐক্য। ক্লাবের তরফে একসময় বহু সমাজকল্যাণমূলক কাজ হয়েছে। বহু বিশিষ্ট মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পুলিস ও প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজন সম্ভব হতো না। - নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা