বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

এমএ, এমএসসিদের আবেদন গ্রুপ-ডি পদে, স্ক্রুটিনিতে সমস্যা 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সমবায় ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন এমএ, এমএসসি, এমবিএ পড়ুয়ারাও। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ৪১জন গ্রুপ-ডি কর্মী নিয়োগে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আজ, মঙ্গলবার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সোমবার ব্যাঙ্কে আবেদনপত্র নেওয়ার জন্য তিনটি কাউন্টার খোলা ছিল। তার সামনে আবেদনকারীদের দীর্ঘ লাইন পড়ে যায়। সেই লাইনে দুই মেদিনীপুর ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, হুগলি, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে কর্মপ্রার্থীরা ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা প্রার্থীদের মধ্যে অনেকেই এমএ, এমএসসি, বিসিএ এমনকী এমবিএ পাশ যুবক-যুবতীরাও আছেন। সোমবার ২২৯৪টি আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৭৭৪৯টি আবেদন জমা পড়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।
তমলুক শহর ঘেঁষা বিহচাড় গ্রাম থেকে ইংরেজিতে এমএ পাশ মেনকা শীট এদিন ফর্ম জমা করেন। সাত সকালে তমলুক স্টেশনে নেমে ব্যাঙ্কে আবেদনপত্র জমা দিতে আসেন বারাসতের শান্তনু বিশ্বাস। অর্থনীতিতে মাস্টার ডিগ্রি পাশ শান্তনু বলেন, একটা সরকারি চাকরি ভীষণ প্রয়োজন। বেশ কয়েকটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি। এই ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখেই আবেদন করার সিদ্ধান্ত নিই। সকালে তমলুক স্টেশনে নেমে দেখি, আরও পাঁচ-ছ’জন পরিচিত বারাসত, মধ্যমগ্রাম থেকে আবেদন জমা করতে এসেছে।
ময়না থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে এমবিএ পাশ করা এক যুবতী এদিন আবেদন জমা করেন। নিজের পরিচয় গোপন রেখে ওই যুবতী বলেন, সরকারি চাকরির বেহাল অবস্থা। এমবিএ করার পরও বেসরকারি ব্যাঙ্কে নামমাত্র মাইনেতে জব অফার আসছে। তারচেয়ে বরং কো-অপারেটিভ ব্যাঙ্কে গ্রুপ-ডি পদ অনেক ভালো। এখানে মাইনে ভালো। পদোন্নতিও দ্রুত হয়। তাই গ্রুপ-ডি পদ হলেও কোনও ইতস্তত ছাড়াই এখানে আবেদন করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখানেও প্রচুর প্রতিযোগিতা রয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ হলেও অধিকাংশ উচ্চ মেধাসম্পন্ন।
২০১৯সালে শেষবার তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রায় ১৩৭জন বিভিন্নস্তরে কর্মী ও ম্যানেজার নিয়োগ হয়েছিল। পাঁচ বছর বাদে ব্যাঙ্কে এককালীন ৪১জন কর্মী নিয়োগ হচ্ছে। গ্রুপ-ডি পদে ওই নিয়োগের জন্য গত ৩০ডিসেম্বর ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দেয়। পে স্কেল ১৮৬০০-৩৮৬০০টাকা। অর্থাৎ, শুরুতেই মাইনে প্রায় ৩০হাজার টাকা। পদের নাম রাখা হয়েছে ‘সাব স্টাফ’। ৩১ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে, সোমবার সবচেয়ে বেশি ভিড় হয়। আজ, মঙ্গলবার আবেদন জমা নেওয়ার শেষ দিনেও বিপুল ভিড় হবে বলে অনুমান। 
তমলুকে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এসে আবেদন জমা করতে হচ্ছে। অনলাইনের পরিবর্তে এভাবে সশরীরে এসে আবেদন জমা করার নিয়মে অনেকেই অসন্তুষ্ট। সোমবার সন্তান কোলে নিয়ে ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন হলদিয়ার সঙ্গীতা চক্রবর্তী। তিনি বলেন, এত ভিড় হবে জানতাম না। অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। অথবা, ডাকযোগে জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও সুবিধা হতো। 
হুগলির কোন্নগর থেকে ছেলের অনুপস্থিতিতে আবেদনপত্র হাতে দাঁড়িয়েছিলেন বাবা কমল চক্রবর্তী। তিনি বলেন, বাড়ি থেকে ভোরে বেরিয়ে এখানে সকাল ১১টায় আসি। ততক্ষণে হাজারের বেশি কর্মপ্রার্থীর ভিড় জমে গিয়েছে। 
ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতি বলেন, আমরা সমবায় আইন মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। আবেদনকারীদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত যুবক-যুবতী আছেন। এমএ, এমএসসি পাশ ছেলেমেয়েদের অনেকেই আবেদন করছেন। • ব্যাঙ্কে ফর্ম জমা দেওয়ার লাইন। -নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা