বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

খুলে গেল বড়ন্তি পর্যটন কেন্দ্রের বন্ধ থাকা টয়লেট

সংবাদদাতা, রঘুনাথপুর: পর্যটন কেন্দ্রে আগত পর্যটক ও সাধারণ মানুষের জন্য সাঁতুড়ি ব্লকের বড়ন্তি পর্যটন কেন্দ্রের টয়লেটটি খুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদের টাকায় নির্মিত টয়লেটটি তৈরির পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ব্লক প্রশাসনের তরফ থেকে মুরাডি পঞ্চায়েতকে টয়লেটটির চাবি তুলে দেওয়া হয়েছে। মুরাডি পঞ্চায়েতের তত্ত্বাবধানে টয়লেটটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ন্তি পর্যটন কেন্দ্রে ঘুরতে ও পিকনিক করতে আসা সাধারণ পর্যটকদের জন্য কোনও টয়লেটের ব্যবস্থা ছিল না। অসুবিধার কথা জানার পর, কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির তরফে একটি টয়লেট বানানো হয়েছিল। তবে সেখানে শুধুমাত্র প্রস্রাব করা গেলেও স্নান ও টয়লেট করার ব্যবস্থা ছিল না। অসুবিধার কথা জানার পরেই জেলা পরিষদ বিষয়টি নিয়ে সক্রিয় হয়। পুরুষ ও মহিলাদের বিশেষ সুবিধার জন্য টয়লেট ও স্নানরুম সহ পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। ২৫ লক্ষ টাকা খরচ করে সোলার ডিপ টিউবওয়েল ও টয়লেট নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ১৯জানুয়ারি টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ, টয়লেট নির্মাণ শেষ হয়ে গেলেও তা খোলার বিষয়ে প্রশাসনের তরফ থেকে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বিষয়টি নজরে আসতেই ব্লক প্রশাসন টয়লেটটির পরিষেবা চালু করেছে।
মুরাডি পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্য টয়লেটটির পরিষেবা চালু করা হয়েছে। যান্ত্রিক গোলযোগে সোলার ডিপ টিউবওয়েলটি খারাপ হয়ে যায়। সেটিও মেরামত করে চালু করা হয়েছে। সাধারণ মানুষ এখন ট্যাপ থেকে জল পাচ্ছেন। বর্তমানে টয়লেটটি দেখাশোনার জন্য পঞ্চায়েত থেকে একজনকে রাখা হয়েছে। পঞ্চায়েত প্রধান বাসন্তী মাহালী বলেন, টয়লেটটির পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পর্যটন কেন্দ্র এলাকাটি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, সেজন্য পঞ্চায়েতের তরফে কয়েকটি জায়গায় সচেতনতামূলক ব্যানার লাগানো হয়েছে। -নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা