বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পুলিস হেফাজত থেকে পালিয়েও হল না শেষরক্ষা, ফের গ্রেপ্তার রানা শেখ

সংবাদদাতা, ডোমকল: অবশেষে পুলিসের জালে ধরা পড়ল পলাতক অভিযুক্ত রানা শেখ। রবিবার রাতে সাগরপাড়ার নওদাপাড়ায় একটি পরিত্যক্ত শৌচাগার থেকে তাকে টেনে বের করে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিস। নিজেদের হেফাজতে চেয়ে সোমবার তাকে বহরমপুর আদালতে পেশ করে পুলিস। ডোমকলের আলিনগরে একটি চুরির অভিযোগে পুলিসের হাতে ধরা পড়েছিল রানা। গত বুধবার তাকে সঙ্গে নিয়ে সেই চুরির টাকা ও সোনা উদ্ধারে রানার বাড়িতে গিয়েছিল পুলিসের দল। কিন্তু সেখানে রানার পরিবারের লোকজন ও আত্মীয়রা পুলিসকে ঘিরে ধরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। হই হট্টগোলের সুযোগ নিয়ে তারা রানাকে পুলিসের হাত থেকে কেড়ে নেওয়ার করেন। ওই দলে ছিলেন রানার আত্মীয় রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা বিবি, তাঁর স্বামী হাফিজুল সহ পুরো পরিবার। কিন্তু রানাকে ছাড়িয়ে নিতে গেলে পুলিসের বাধার মুখে পড়ে তারা। তখন পুলিসের গাড়ির চালকের গলায় ধারালো অস্ত্র চেপে ধরা হয়। তদন্তকারী অফিসার রানাপ্রতাপ সেনগুপ্তকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। তাতে ওই অফিসারের আঙুল কেটে যায়। এই সুযোগে পালিয়ে যায় রানা। গত চারদিনে রানা মোট ১৭ বার জায়গা পরিবর্তন করেছে। কখনও এর বাড়িতে, কখনও ওর বাড়িতে গা ঢাকা দিয়েছিল। এবার এক গোপন সূত্র মারফত পুলিস খবর পায়, সাগরপাড়ার নওদাপাড়ায় দূরসম্পর্কের এক দাদুর বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে রানা। তৎক্ষণাৎ সাগরপাড়া থানার একটি টিম সহ সেখানে হানা দেয় ডোমকল থানার বিশেষ দল। পুলিস হানা দিচ্ছে টের পেয়েই ওই বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়ে পড়ে রানা। যদিও তাতে কাজ হয়নি। তাকে সেখান থেকেই তাকে টেনে বের করে আনেন পুলিসের ওই টিম।
বুধবার পুলিসের উপর হামলার পর ওই রাতেই রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ তৃণমূল প্রধান মিনা বিবি, তাঁর ছেলে সুরোজ শেখ, মিনার ভাসুরের ছেলে মফিজুল শেখ ও রানার স্ত্রী বৈশাখী বিবিকে গ্রেপ্তার করেছিল পুলিস। একদিকে যখন তাদের হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তখনই রানার খোঁজে সোর্স ইনপুটকে কাজে লাগিয়ে লাগাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিস। তবে গত তিনদিনে একাধিক জায়গায় হানা দিলেও ফস্কে যায় রানা। 
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ওই ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করে হয়েছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। পাশপাশি সোর্স মারফৎ খবর পেয়ে আমরা রবিবার রাতে রানাকে সাগরপাড়া থেকে গ্রেপ্তার করেছি। তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। -নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা