বিনোদন

প্রতারণা মামলায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল আদালত

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর: প্রতারণা মামলায় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠালেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এই মামলায় শুধুই ধর্মেন্দ্র নন, আরও দু’জনকে সমন পাঠিয়েছে দিল্লির নিম্ন আদালত। দিল্লির এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই সমন বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৮ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে ৯ কিংবা ২৪ নম্বর জাতীয় সড়কের উপর ‘গরম ধরম ধাবা’-র শাখা খোলার জন্য বিনিয়োগের প্রস্তাব নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন দুই ব্যক্তি। তাদের কথা মতো ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী। সেই বছরের সেপ্টেম্বর মাসে ‘গরম ধরম ধাবা’ খোলার জন্য একটি জমিও কেনা হয় বলে ব্যবসায়ীকে জানান ওই দুই ব্যক্তি। যদিও ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি নিজে কোনওদিন সেই জমি চোখে দেখেননি। দীর্ঘদিন কেটে গেলেও দিল্লির ব্যবসায়ীর সঙ্গে আর দেখা করেননি ওই দু’জন ব্যক্তি। তারপরেই আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী। গত ২০২০ সালের ৯ অক্টোবর ওই মামলায় এফআইআর নথিভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। তবে সেই সময় থেকেই অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখেন বিচারক। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়। যার ভিত্তিতে ওই দুই ব্যক্তি ও ধর্মেন্দ্রকে এতদিন বাদে সমন পাঠিয়েছে দিল্লির নিম্ন আদালত। আগামী বছরের ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে বর্ষীয়ান অভিনেতা ও ওই দুই ব্যক্তিকে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা