বিনোদন

কলকাতা আমার অত্যন্ত কাছের

সুদেষ্ণা রায় যখন বললেন— ‘মঞ্চে আসছে আমাদের কলকাতার মেয়ে অনসূয়া’, প্রেক্ষাগৃহজুড়ে তখন হাততালির শব্দে কান পাতা দায়! রবিবার সকাল ১১টা নাগাদ অনসূয়া সেনগুপ্ত নন্দন চত্বরে এসে দাঁড়াতেই শুরু হয় ফিসফাস, ‘ওই যে, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার পুরস্কার পেল!’ বুঝতে অসুবিধা হয় না, ‘দ্য শেমলেস’ ছবিটি ও অনসূয়াকে ঘিরে দর্শকের উন্মাদনার পারদ তরতর করে বাড়ছে। সেলফি,  সইয়ের আবদার মেটাতে মেটাতে তিনি বলছিলেন, ‘যতই বাইরে থাকি, কলকাতা আমার অত্যন্ত কাছের।’ তিনি কলকাতার মেয়ে। যাদবপুর বিশ্ববিদ্যলেয়ের প্রাক্তনী। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ দিয়ে হাতেখড়ি হওয়া মেয়েটি প্রথম ভারতীয় কান পুরস্কারজয়ী অভিনেত্রী। ১৪ বছর পর শহরের কোনও প্রেক্ষাগৃহের পর্দায় নিজেকে দেখতে অন্যান্য দর্শকের মতো মুখিয়ে ছিলেন অনসূয়া নিজেও। ‘সত্যি একেবারে আলাদা অনুভূতি। আমি এই শহরে বড় হয়েছি, এখানে কাজ করেছি। তারপর এতদিন বাদে আবার এখানে আমার ছবি দেখানো হল। নস্টালজিক লাগছে।’ 
রেণুকা ও দেবিকা। একজন ডাকাবুকো, অপরজন শান্তশিষ্ট— এই বিপরীত মেরুর দুই মেয়ের প্রেমকে কেন্দ্র করে এগিয়েছে ‘দ্য শেমলেস’ ছবির গল্প। দক্ষ অভিনয় ও দুর্দান্ত ফ্রেমের সমাবেশে যৌনকর্মীদের জীবন, সমকামিতা, রাজনীতি, সমাজ, অর্থনীতি— এক সুতোয় বেঁধেছেন পরিচালক কনস্টান্টিন বোজানভ। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ছবিটি। কলকাতার দর্শকও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছবিটিকে। নন্দনের সামনে থেকে শিশির মঞ্চ  ঘুরে আবার নন্দনের সামনেইে ফিরে আসে সিনেপ্রেমীদের লাইন। ‘এত মানুষ ছবিটি দেখতে এসেছেন, এটা খুবই ভালো লাগছে’, বলছিলেন অনসূয়া। মুক্তি পাবে ছবিটি? উত্তরে নায়িকা বলেন, ‘সেন্সর পাস হওয়ার অপেক্ষায় রয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবিটি।’ কানের মঞ্চে পুরস্কৃত হওয়ার পর বাংলা থেকে কাজের অফার আসেনি? হেসে নায়িকার জবাব, ‘অঞ্জন দত্ত ফোন করেছিলেন। দেশ ও দেশের বাইরে থেকেও বেশ কিছু কাজের অফার পেয়েছি। দেখা যাক কী হয়!’ অনসূয়ার সঙ্গে এদিন এসেছিলেন পর্দার ‘দেবিকা’ ওমারা। এটি তাঁর প্রথম কলকাতা সফর। ওমারার কথায়, ‘কলকাতা আমাকে এমন উষ্ণ অভ্যর্থনা জানাবে, ভাবিনি। প্রেক্ষাগৃহজুড়ে দর্শকদের হাততালির শব্দে কী যে আনন্দ হচ্ছিল, ভাষায় প্রকাশ করতে পারব না।’  
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা