বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

‘পরিক্রমা’ আন্দোলনের ছবি নয়

এ যেন ঠিক মাস্টারক্লাস। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর নতুন ছবি ‘পরিক্রমা’র পর্যালোচনা করছিলেন পরিচালক গৌতম ঘোষ। শোনালেন, বাঁধ নির্মাণের পর নর্মদা নদীর দুই বিস্তীর্ণ অববাহিকা জুড়ে জনপদগুলির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পট পরিবর্তনের ইতিবৃত্ত। শ্যুটিং পর্বের সমস্যা ও সাফল্যও ধরা পড়ল পরিচালকের কথায়। সের্জো স্কেবাতিনির উপন্যাস অবলম্বনে দীর্ঘ কুড়ি বছরের পরিকল্পনা গৌতমের এই ছবি। যার শ্যুটিং শুরু ২০১৯-এ। স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, ‘অবশেষে আমাদের পরিক্রমা শেষ করতে পারলাম।’ 
কোন ফর্মুলায় সম্পূর্ণ হল পরিক্রমা? গৌতমের ভাষায়, ‘ধৈর্য আর সিনেমার প্রতি ভালোবাসা। আমি কোনও গল্প বলার চেষ্টা করিনি। সিনেমা নিজেই গল্প বলেছে।’ গৌতমের এই কর্মযজ্ঞে শামিল হয়েছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকরও। পরিচালক মনে করিয়ে দিলেন, ‘নর্মদা নিয়ে আমার নিজের একটা প্রতিবাদ আছে। তাই বলে এটা একেবারেই আন্দোলনের ছবি নয়। বাস্তবকে যেমন দেখানো হয়েছে, তেমন অবাস্তব, পরাবাস্তবও আছে।’ ভারতের অমরকণ্টক থেকে বারোয়ানি পর্যন্ত প্রতিটি তীর্থক্ষেত্রে শ্যুটিং করতে গিয়ে গৌতমের উপলব্ধি, ‘সেই আগের নর্মদা আর নেই। হাজার হাজার গ্রাম জলের তলায় চলে গিয়েছে। বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।’ ইতালিয়ান, ইংরেজি আর হিন্দি তিন ভাষায় ছবিটি নির্মিত হলেও গৌতমের ভাষায়, ‘পরিক্রমা পুরোটাই সিনেমার নিজস্ব ভাষায় তৈরি ছবি।’ এই ছবির হাত ধরেই ভারতীয় ছবিতে ডেবিউ করলেন ইতালির অভিনেতা মার্কো লিওনার্দি। ‘সিনেমা পারাদিসো’, ‘মারাদোনা দ্য হ্যান্ড অব গড’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। সাংবাদিক সম্মেলনে আসতে কিছুক্ষণ দেরি হওয়ায় প্রথমেই ক্ষমা চাইলেন। তারপর বললেন, ‘আমাদের ছবি দেখার জন্য এত ভিড়! এই শহরের উষ্ণ অভ্যর্থনা অনুভব করতে পারছি।’ ভারতের বৈচিত্র্য, আন্তরিকতা, আতিথেয়তায় মুগ্ধ অভিনেতা। 
প্রিয়ব্রত দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা