বিনোদন

‘মিসিং’ পরিবারের কাহিনি

বছর দশেক আগে ‘আ সেপারেট উইন্ড’ ছবি নিয়ে কলকাতায় এসেছিলেন মেক্সিকোর পরিচালক আলেজান্দ্রো গেরবার বিচেচি। এই বছর তাঁর নতুন ছবি ‘ডেড ম্যানস সুইচ’ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে রয়েছে। আলেজান্দ্রো বলছিলেন, ‘কলকাতা শহর ধীরে ধীরে আমার কাছে পরিচিত হয়ে উঠছে।’ মেক্সিকোর এই পরিচালক স্প্যানিশ ভাষায় ছবিটি তৈরি করেছেন। তাঁর এই ছবিটি সুইজারল্যান্ডের ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও মনোনীত হয়েছিল। 
এক মহিলার স্বামী আচমকাই উধাও হয়ে যায়। তারপর থেকে শুরু হয় স্বামীর খোঁজ। পাতাল রেলের চালক ওই মহিলার নিরন্তর খুঁজতে থাকার কাহিনী নিয়েই এগিয়েছে ছবির গল্প। গোটা ছবিটাই সাদা-কালো। ‘আমাদের দেশে গত ১৫ বছরে প্রায় ৮০ হাজারের বেশি মানুষ উধাও হয়ে গিয়েছেন। আমি সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের কাহিনি নিয়ে ছবিটা তৈরি করেছি’, বলছিলেন আলেজান্দ্রো। পরিচালক নিজে এই উধাও হয়ে যাওয়ার পিছনের কারণ হিসেবে অনাহার, দারিদ্রকেই দায়ী করেন। তার পাশাপাশি রয়েছে মাফিয়ারাজ ও সংগঠিত অপরাধ জগতের হাতছানি। 
আলেজান্দ্রোর ছবিতে মেট্রো রেল একটা আলাদা চরিত্রের কাজ করে। কেন? পরিচালক বলছিলেন, ‘আমি গাড়ি চালাতে পারি না বলে মেট্রোতেই যাতায়াত করি। একদিন হেঁটে মেট্রো স্টেশনে যাচ্ছিলাম। তখন এক প্রযোজক আমাকে ফোন করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব গল্প পাঠাতে। মেট্রো স্টেশনে নেমে দেখি এক মহিলা পাইলটের সিটে বসে আছেন। তখনই ভেবে নিই ছবির মূল চরিত্র ডালিয়াও মেট্রো পাইলট হবে।’ যদিও কলকাতার মেট্রো তাঁর চড়ে দেখা হয়নি। বলছিলেন, ‘আমি শুনেছি, এখানেও মেট্রো রয়েছে। আমি নিশ্চয়ই একদিন উঠব।’ 
সোহম কর
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা