বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মেখলিগঞ্জ পুরসভায় পঞ্চানন বর্মার ছবি সরানো নিয়ে বিতর্কের অবসান

সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ পুরসভায় চেয়ারম্যান পরিবর্তনের পর পুরসভা কক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মার ছবি সরানো নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এই বিতর্কের সূত্রপাত হয়েছিল প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র বর্মনের একটি ফেসবুক পোস্ট ঘিরে। সোশ্যাল মিডিয়াতেই সেই পোস্টের জবাবও দেন বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি। এনিয়ে শুরু হয় দুই শিবিরের বাকযুদ্ধও। এই পরিস্থিতিতে মঙ্গলবার মেখলিগঞ্জ পুরসভায় হাজির হন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একদল প্রতিনিধি। দীর্ঘক্ষণ তাঁরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দেখা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে। 
অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবি রায় বীর বলেন, মেখলিগঞ্জ পুরসভার কক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মার ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে আমরা সামাজিক মাধ্যমে জানতে পারি। বিষয়টি জানতেই এদিন আমাদের পুরসভায় আসা। তবে এসে দেখতে পাই পঞ্চানন বর্মার ছবি লাগানো হয়েছে। আগের ছবিতে মনীষীর নামটা ছিল না। এছাড়াও ছবিটি পুরনো হয়ে যাওয়াতে সেটিকে সংস্কার করে নতুনভাবেই লাগানো হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। 
পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন, মনীষী পঞ্চানন বর্মার ছবি সরানো হয়েছে কিংবা অসম্মান করা হয়েছে বলে গত কয়েকদিন থেকেই এই সংক্রান্ত একটা বিষয়ে বিতর্ক ছড়াচ্ছে। এই বিষয় নিয়েই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করে। নতুনভাবে মনীষীর ছবি টাঙানো দেখে তাঁরা খুশি হন। গোটা বিষয়টি নিয়েই তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তাই এনিয়ে আর কোনও বিতর্কই নেই বলে আমি মনে করি। উল্লেখ্য, দিন কয়েক আগেই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রথমে একটি ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি উল্লেখ করেন, পুরসভার চেয়ারম্যানের অফিস কক্ষে অন্যান্য মনীষীদের সঙ্গে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিও দেওয়ালে টাঙানো ছিল। কিন্তু সেটি সরানো হয়। যা অবমাননাকর। এরপরই শুরু হয় বিতর্ক। এদিন কেশবচন্দ্র দাস বলেন, যা হয়েছে তাতে মনীষীকে অবজ্ঞা করা হয়েছে। সেটাই আমি বলেছিলাম। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা