বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অবৈধ নির্মাণের জেরে আটকে সেতুর কাজ, মেখলিগঞ্জে প্রতিবাদে পথ অবরোধ

সংবাদদাতা, মেখলিগঞ্জ: সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর তারই জেরে আটকে গিয়েছে পাকা সেতু তৈরির কাজ। ওই অবৈধ নির্মাণ সরিয়ে পাকা সেতু তৈরির জন্য বারবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে আর্জি জানিয়ে কোনও লাভ হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা বুধবার পথ অবরোধে শামিল হলেন। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার ঘটনা। পরে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার বর্মন ঘটনাস্থলে পৌঁছে ওই অবৈধ নির্মাণ ভেঙে সেতুর কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
দ্রুত সেতু নির্মাণের কাজ শুরুর দাবিতে এদিন দাসপাড়ার বাসিন্দারা জোটবদ্ধ হয়ে জামালদহ সুপার মার্কেট এলাকায় ভুটান রোড দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। ফলে রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা অনিল দাস, অতুল রায় ডাকুয়া’রা বলেন, ছোট্ট একটি ক্যানেল এলাকাটিকে দু’ভাগ করে রেখেছে। ক্যানেলের উপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে সারাবছর যাতায়াত করতে হয়। বর্ষার সময় সাঁকোটি জলের তোড়ে ভেসে গেলে দুর্ভোগ চরমে ওঠে। তখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। বহু আন্দোলনের পরে পাকা সেতুর দাবি পূরণ হয়েছে। কিন্তু টাকা বরাদ্দ হওয়া সত্বেও, অবৈধ নির্মাণের জেরে সেতু তৈরি কাজ শুরু করা যাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। সমস্যার সমাধান চেয়ে এদিন পথ অবরোধ করা হয়। 
কোচবিহার জেলা পরিষদের সদস্য কেশবচন্দ্র বর্মন বলেন, দাসপাড়া এলাকায় পাকা সেতু নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ মিলেছে। কিন্তু সেখানে অবৈধ নির্মাণ থাকায় সেতু তৈরি করা যাচ্ছে না। উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার বর্মন বলেন, এদিন পথ অবরোধ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের বুঝিয়েছি। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। তারপর সেখানে সেতু তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে।
(অবৈধ নির্মাণের কারণে এখানেই সেতু নির্মাণ করা যাচ্ছে না। - নিজস্ব চিত্র।)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা