বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পরীক্ষা শেষে স্কুলের শৌচাগারে ভাঙচুর 

সংবাদদাতা, পতিরাম: মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা শেষ হতেই বালুরঘাট হাইস্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটল। ওই স্কুলের শৌচালয়ের দরজা ও জলের পাইপ ভাঙচুর করা হয়েছে। জলের ট্যাপও ভেঙে ফেলা হয়েছে। পরীক্ষা শেষে প্রতিবারই এক স্কুলের ছাত্ররা অন্য স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কড়া গার্ড এবং অসহযোগিতার অভিযোগ তোলে। বালুরঘাট হাইস্কুলের তরফে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্কুল কর্তৃপক্ষ। 
হাইস্কুলে সূত্রে খবর, এবারের মাধ্যমিক পরীক্ষায় তিনটি স্কুলের পড়ুয়াদের সিট পড়েছিল। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, নদীপার এন সি উচ্চ বিদ্যালয় এবং বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠের পড়ুয়াদের সিট পড়েছে। তাই কোন স্কুলের ছাত্ররা এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় স্কুল কর্তৃপক্ষ। বালুরঘাট হাই স্কুলের শিক্ষক তথা শহরের সাতটি স্কুলের ভেন্যু সেক্রেটারি নিখিল সরকার বলেন, শেষ দিনে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। তাই আমাদের তরফে ক্লাসরুমগুলিতে কড়া নজরদারি ছিল। পুলিসের তরফেও স্কুলে নজরদারি ছিল। কিন্তু ছাত্ররা যে শৌচালয়ে ভাঙচুর চালাবে তা বুঝতে পারিনি। তিনটি স্কুলের সিট পড়েছিল।  তবে কোন স্কুলের ছাত্ররা এমন কাণ্ড ঘটিয়েছে তা জানি না। 
নদীপাড় এমসি হাইস্কুলের প্রধান শিক্ষক শঙ্কর লাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। ছাত্রদের কাছে খোঁজ নিয়ে দেখব। বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, তিনটি স্কুলের মধ্যে কোন স্কুলের ছাত্ররা এই কাণ্ড ঘটিয়েছে তা জানি না। ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম দত্ত বলেন, কোন পরীক্ষার্থীরা এমনটা করেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এনিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা