বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মদ খেয়ে বাড়ি এসে বউ পেটাচ্ছে স্বামীরা, ঠেক বন্ধে থানায় মহিলারা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গ্রামেই একাধিক বাড়িতে অবৈধভাবে বিক্রি হচ্ছে মদ। সেখান থেকে মদ খেয়ে বাড়ি ফিরে বউ পেটাচ্ছে স্বামীরা। শুধু তাই নয়, কমবয়সিরাও মদ, গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ছে। অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য থেকে প্রধানকে বলে কোনও সুরাহা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার পুলিসের দ্বারস্থ হন জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ফকিরপাড়া এলাকার বাসিন্দারা। এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিসের তরফে। এদিকে, গড়ালবাড়ি পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মাম্পি পারভিনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। প্রধানের স্বামী মেহেদি হাসান বলেন, এলাকায় অবৈধভাবে মদ বিক্রির কোনও খবর নেই। যাঁরা থানায় অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি কী রয়েছে, তা দেখা হবে।
গড়ালবাড়ির বড়বোদা ও ফকিরপাড়া গ্রামের শিবানী রায়, অঞ্জনা ওরাওঁ, তারামণি ওরাওঁ, অর্চনা সিংয়ের মতো জনা কুড়ি মহিলা এদিন কোতোয়ালি থানায় আসেন। দল বেঁধে তাঁরা থানায় ঢুকে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা বলেন, আমাদের এলাকায় দু-তিনটি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। সেখান থেকে মদ খেয়ে বাড়ি ফিরে বহু বাড়ির স্বামীরা অশান্তি করছে। স্ত্রীকে মারধর করছে। মদের নেশার টাকা জোগাড় করতে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে অনেক বাড়ির পুরুষ। গ্রামেই রমরমিয়ে মদের ঠেক চলায় কমবয়সিরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে।
অর্চনা সিং বলেন, এলাকায় যারা অবৈধভাবে মদ বিক্রি করছে, তাদের বাড়িতে এর আগে আমরা দল বেঁধে গিয়েছিলাম। তারা যাতে আর মদ না বিক্রি করে তা বলে আসা হয়েছিল। কিন্তু আমাদের কথা শোনেনি ওরা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধানকেও জানানো হয়েছে। তারপরও কোনও সুরাহা হয়নি। সেকারণে আমরা এদিন থানায় অভিযোগ জানিয়ে গেলাম। দেখা যাক, এবার পুলিস কী করে। 
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা