বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ফের পিছিয়ে গেল বর্ধমান রোড উড়ালপুল নির্মাণের সময়সীমা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের পিছিয়ে গেল বর্ধমান রোড উড়ালপুল নির্মাণের সময়সীমা। জুন মাসের আগে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়িত হবে না বলে পুরসভাকে জানালো পূর্তদপ্তর। বৃহস্পতিবার পূর্তদপ্তরের সঙ্গে বৈঠকের পর একথা খোলসা করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, নিবেদিতা রোড সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্তমন্ত্রী পুলক চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। শহরের নির্মীয়মাণ বড় প্রকল্পগুলির মধ্যে বর্ধমান রোড উড়ালপুল অন্যতম। দীর্ঘ কয়েকবছর আগে এই প্রকল্পের কাজ শুরু হলেও তা শেষ হচ্ছে না। কয়েকমাস আগে পূর্তদপ্তরের সঙ্গে আলোচনার পর গত ডিসেম্বরে তা শেষ হবে বলে ঘোষণা করেছিলেন মেয়র। কিন্তু, তা আর হয়নি। উড়ালপুল চালু না হওয়ায় নৌকাঘাট থেকে শহরে ঢোকার মুখে বর্ধমান রোডে ব্যাপক যানজট হচ্ছে। নির্মীয়মাণ প্রকল্পের জেরে রাস্তার একাংশ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, বাস ও বিভিন্ন যানবাহনের চালকরা সমস্যায় পড়েছেন।এই অবস্থায় এদিন পূর্তদপ্তরের সঙ্গে বৈঠকে ওই প্রকল্পের নির্মাণ কাজের গতি পর্যালোচনা করেন মেয়র। বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পূর্তদপ্তর ও পুরসভার আধিকারিকররা হাজির ছিলেন। বৈঠকের পর মেয়র বলেন, এপ্রিল মাসের মধ্যে নির্মীয়মাণ ওই প্রকল্প শেষ করার টার্গেট পূর্তদপ্তরকে দেওয়া হয়েছে। কিন্তু, জুন মাসের আগে সংশ্লিষ্ট প্রকল্প শেষ হবে না বলে পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা জানান। সংশ্লিষ্ট প্রকল্পের ৭০-৭৫শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকল্পটির কাজ সিডিউল টাইম থেকে পিছিয়ে রয়েছে। এর বাইরে প্রধান নগরের নিবেদিতা রোড, সেভক রোড সম্প্রসারণ নিয়ে পূর্তদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বলে মেয়র জানান। তিনি বলেন, নিবেদিতা রোড সম্প্রসারণ নিয়ে একটি প্ল্যান তৈরি করেছে পূর্তদপ্তর। তা পূর্তমন্ত্রীর কাছে পাঠানোও হয়েছে। শীঘ্রই প্রকল্পটির অনুমোদন মিলবে বলে আশাবাদী। এ বিষয়ে পূর্তমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেভক রোড সম্প্রসারণের কাজ চলছে। সেটি মার্চের মধ্যে শেষ হবে বলে পূর্তদপ্তর জানিয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একাংশের সংস্কার কাজও প্রায় শেষ হয়েছে।     
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা