বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

উদয়নের সঙ্গে বৈঠক, শিলিগুড়ির উন্নয়নে ৩২ কোটি চাইলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারও ‘বাণিজ্য নগরী’ শিলিগুড়ির উন্নয়নে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের সঙ্গে বৈঠক করেন। মেয়র শহরের ৪৭টি ওয়ার্ডে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ৩২ কোটি টাকার প্রস্তাব পেশ করেন। তাতে রাস্তা, নিকাশি, বিদ্যুৎ, স্টেডিয়াম সংস্কার প্রভৃতি সহ একগুচ্ছ প্রকল্প রয়েছে। প্রস্তাব বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আগামী আর্থিক বছরের মুখে তাঁদের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 
উত্তরবঙ্গ তো ব঩টেই রাজ্যের বড় শহরগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। এই শহর উত্তরের ‘বাণিজ্য নগরী’ হিসেবে পরিচিত। এখানকার পরিকাঠামো উন্নয়ন থেকে নাগরিক পরিষেবার মান চাঙ্গা করতে তৎপর মেয়র। এজন্যই তিনি ২০২৫-’২৬ অর্থবর্ষের পুর বাজেট পেশের আগে অর্থ জোগানে জোর দিয়েছেন। ইতিমধ্যে তিনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। এদিন মিনি সচিবালয় উত্তরকন্যায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মেয়র। ১৫ মিনিট ধরে তাঁদের বৈঠক চলে। বৈঠকে মেয়র শহরের উন্নয়নের জন্য ৩২ কোটি টাকার প্রস্তাব পেশ করেন বলে খবর। 
পরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, উত্তরকন্যায় আমার অফিসে শিলিগুড়ির মেয়র এসেছিলেন। তাঁর সঙ্গে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য তিনি বেশকিছু প্রস্তাব পেশ করেছেন। সেগুলি বিবেচনা করে দেখব। বিগত বছরগুলির মতো এবারও শহরের উন্নয়নে পুরসভাকে সহায়তা করব। 
শহরের ৪৭টি ওয়ার্ডেই বেশকিছু রাস্তা ও নিকাশি নালার দশা বেহাল। কিছু রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়েছে। ফলে রাস্তাগুলিতে কার্যত মৃত্যুফাঁদ তৈরি হয়েছে। অনেক জায়গায় নিকাশি নালা বুজে গিয়েছে। কোথাও নালার গার্ডওয়াল ভেঙে গিয়েছে। সেগুলি সংস্কারের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে শহরে কিছু নতুন রাস্তা তৈরির দাবি উঠেছে। শহরের দুর্গম এলাকায় বাতিস্তম্ভ বসানো, নদীর পাড় বাঁধানো, কিছু জায়গায় পানীয় জলের ডিপ টিউবওয়েল চালু করার চিন্তাভাবনা রয়েছে। এর বাইরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, অতিথি নিবাস, বরো অফিস প্রভৃতি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় অর্থের অভাবে পুরসভার কিছু প্রকল্প থমকে গিয়েছে। আবার কিছু প্রকল্পের নির্মাণ কাজেই হাত দিতে পারছে না পুরসভা। আসন্ন আর্থিক বছরে সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজে পুরসভা জোর দিতে চাইছে। 
এই অবস্থায় সম্ভবত ওই একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের জন্যই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন মেয়র। বৈঠকের পর মেয়র বলেন, ফি বছরই শহরের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছ থেকে আর্থিক সহায়তা মেলে। এবারও শহরের ৪৭টি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে সহায়তা মিলবে বলেই আশাবাদী। এজন্যই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। - নিজস্ব চিত্র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা