বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের চা শিল্পে নজরদারিতে টাস্কফোর্স

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভেজাল, ডাস্ট ও নিম্নমানের চায়ের উপর কড়া নজরদারি চালাতে বিশেষ টাস্কফোর্স গঠন করতে চলেছে রাজ্য সরকার। তারজন্য নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গেই দু’টি ল্যাবরেটরি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে নিয়মিত উত্তরবঙ্গের সংগৃহীত চায়ের নমুনা পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষায় নিম্নমানের বা ভেজাল চা ধরা হলে সংশ্লিষ্ট ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। 
মঙ্গলবার নবান্নে রাজ্যের চা শিল্পের সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। আমন্ত্রণ জানানো হয় চা মালিক সংগঠন, ইন্ডিয়ান টি বোর্ড ও ক্ষুদ্র চা মালিক সংগঠনগুলিকে। বৈঠকে ভেজাল, ডাস্ট বা নিম্নমানের চায়ের উপর নজরদারির জন্য রাজ্য সরকারের এই টাস্কফোর্স বা ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে উত্তরবঙ্গের চা শিল্প মহল। 
চা শিল্প মহল সূত্রে জানা গিয়েছে, একটি ল্যাবরেটরি তৈরি হবে শিলিগুড়ির পানিট্যাঙ্কির কাছে নেপাল সীমান্তে। অন্যটির জায়গা এখনও বাছাই করা হয়নি। অন্যদিকে, ভেজাল বা নিম্নমানের চায়ের উপর নজরদারি চালাতে বিশেষ টাস্কফোর্সে পুলিস ও জেলা প্রশাসনের আধিকারিকরাও থাকবেন। ল্যাবে পরীক্ষার পরেই উৎপাদিত চায়ের ছাড়পত্র মিলবে। 
টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, চা শিল্পের সামগ্রিক সমস্যা দেখার কথা কেন্দ্রীয় সরকারের। সেখানে রাজ্য সরকারই চা শিল্পের সমস্যা মেটাতে এগিয়ে এসেছে। উত্তরের চা গবেষক ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামঅবতার শর্মা বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা