বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আগামী সপ্তাহে শিবরাত্রি, এবারে মেলার মাঠের দর ১৩ লক্ষ টাকা

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মেলার মাঠে প্রতিবছরই শিবরাত্রির সময় হয় শিবমেলা। পুরসভা পরিচালিত এই মেলার জন্য এবারে ই-টেন্ডার করেছে পুরকর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ই-টেন্ডারে সর্বোচ্চ দর জমা পড়েছে ১২ লক্ষ ৭৬ হাজার টাকা। গতবছর নিলাম হয়েছিল চার লক্ষ টাকা। 
আগামী ২৫ ফেব্রুয়ারি মেলার মাঠে শিবমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। মাঠে এখন জোর কদমে চলছে দোকান তৈরির কাজ। পুরসভা পরিচালিত মেলার নিলাম প্রায় ১৩ লক্ষ টাকা ওঠায় খুশি কর্তৃপক্ষ। মেলার নিরাপত্তার জন্য পুলিস প্রশাসন ছাড়াও স্বেচ্ছাসেবক নিয়োগ করবে পুরসভা। নাগরদোলা সহ শিশুদের বিভিন্ন ধরনের রাইড, দোকান থাকবে। বিগত বছরের চেয়ে এবার মেলার জৌলুস আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। 
প্রসঙ্গত, মাথাভাঙা শিবমন্দিরে প্রতিবছর মহাসমারোহে শিবরাত্রিতে শিবপুজো হয়ে থাকে। পুরসভার নিয়ন্ত্রাধীন শিবমেলা বছরে দু’বার হয়। ফাল্গুন মাস ও শ্রাবণ মাসে মেলা বসে শহরের প্রাণকেন্দ্র এই মেলার মাঠে। তবে ফাল্গুন মাসের মেলার জৌলুস সবচেয়ে বেশি। মাথাভাঙা মেলার মাঠ ছাড়াও বি-টিম মাঠেও মেলা বসে। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান ছাড়াও কাঠের আসবাব নিয়ে আসেন ব্যবসায়ীরা। মেলা থেকে ভালো টাকা আয় করে পুরসভা। তবে এবারে এত টাকা দর উঠবে তা ভাবনায় ছিল না তাদের। শহরের প্রাণকেন্দ্র মেলার মাঠ মাথাভাঙা থানার একেবারে সামনেরই। ফলে নিরাপত্তা দিক দিয়েও অনেকটাই সুরক্ষিত স্থান। 
এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, এবারে আমাদের পারিচালিত শিবমেলায় ই-টেন্ডারে রেকর্ড দর উঠেছে। এতটা প্রত্যাশা ছিল না। গতবছর আমরা চার লক্ষ টাকায় মেলার মাঠ নিলামে দিয়েছিলাম। এবার ই-টেন্ডার করা হল। তাতেই এতটা দর উঠেছে ভাবতেই পারিনি। আমরা এতে খুশি। ওই টাকা আমরা শহরের উন্নয়নমূলক কাজে ব্যবহার করব।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা