বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জল্পেশে শিবরাত্রি মেলার প্রস্তুতি শুরু, ১৪ জায়গায় পুলিসের টিম

সংবাদদাতা, ময়নাগুড়ি: আগামী ২৬  তারিখ থেকে শুরু হতে চলেছে জল্পেশে শিবরাত্রির মেলা। ইতিমধ্যেই মেলার মাঠ সহ মন্দির চত্বর ঘুরে দেখেছেন ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের পদস্থ কর্তারা। কোথায় যানবাহন পার্ক করা হবে, কোন দিকে দিয়ে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করবেন, কোথায় দোকানপাট খোলা হবে সেসব নির্দিষ্ট করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ১৪টি স্থান আপাতত চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে চারটি জায়গা নো-এন্ট্রি জোন থাকবে। সেখানে কোনওরকম যানবাহন রাখা যাবে না।  
বুধবার জল্পেশ মন্দির পরিদর্শনে করেন জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত সহ অন্য পুলিস আধিকারিকরা। মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেবের সঙ্গে কথা বলেন তাঁরা।
ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ জানিয়েছে, এলঅ্যান্ডন্টি মোড়, বটেশ্বর মোড়, জল্পেশ মোড়, পার্কিং জোন, মিনি মার্কেট মোড়, মেলার মাঠে প্রবেশের দু’পাশে, আয়রন ব্রিজের দু’পাশে, বড়বাড়ি মোড়, গেস্ট হাউস, মন্দিরের ভিআইপি গেট, মন্দির গেট, ছোট দোমোহনি মোড়, টেকাটুলি মোড়, সরস্বতী ব্রিজে থাকবে পুলিস। মিনি মার্কেট মোড়, বড়বাড়ি মোড়, ছোট দোমোহনি মোড়, টেকাটুলি মোড়ে নো-এন্ট্রি থাকবে। 
ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ময়নাগুড়ির জল্পেশ মেলা। আমরা প্রস্তুতি শুরু করেছি। কোথা দিয়ে এন্ট্রি হবে, কোথায় নো-এন্ট্রি জোন থাকবে তার তালিকা তৈরি করা হয়েছে। সকলেই যাতে সুষ্ঠুভাবে মেলায় ঘুরতে পারেন তার ব্যবস্থা করা হবে। 
ময়নাগুড়ির জল্পেশ মেলা ঘিরে প্রতিবছর দূরদূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসেন। মেলায় কয়েকশো অস্থায়ী দোকান বসে। শ’য়ে শ’য়ে ছোট গাড়ি, বাইক, স্কুটার আসে। ২৬ ফেব্রুয়ারি থেকে জল্পেশ মেলা শুরু হবে। চলবে টানা ১০ দিন। - নিজস্ব চিত্র। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা