বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সোশ্যাল মিডিয়ায় উদয়ন-পার্থর পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে কোচবিহারে

সংবাদদাতা, দিনহাটা: কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ওই নেতার অফিসে ঢোকার আগে সেলফি তুলেছেন তিনি। সেই সেলফি পোস্ট করে ক্যাপশনের একটি লাইনে লিখেছেন, ফটোগ্রাফার নিয়ে ঘোরাঘুরি করাটা শিখতে হবে। মন্ত্রীর পোস্টের কিছুক্ষণ পরেই এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমার যদি সাধ্য থাকত সবাইকে ক্যামেরা আর ক্যামেরাম্যান উপহার দিতুম। সাধ আছে কিন্তু সাধ্য নেই। আর এই দুই নেতার কমেন্ট সেকশনে একেঅপরের অনুগামীরা মন্তব্যে ভরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও সংবাদমাধ্যমে এ নিয়ে মন্তব্য করতে নারাজ তৃণমূলের দুই নেতাই। এটা পার্থ-উদয়নের কোন্দল বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। পার্থপ্রতিম রায়ের পোস্টে উদয়ন অনুগামী হিসেবে পরিচিত অনেকেই মন্তব্য করেছেন। উদয়ন গুহের ঘনিষ্ঠ পার্থ চক্রবর্তী লিখেছেন, উদয়ন গুহর বিকল্প উদয়ন গুহ নিজেই। তাই সস্তায় ছবির রাজনীতিতে উদয়ন গুহ বিশ্বাসী নন। উদয়ন গুহ নিজের ছবি আর উন্নয়নমূলক কর্মযজ্ঞের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রচারে আসতে পছন্দ করেন না। উনি সকলের নয়নের মণি। দিনহাটা শহরের বাসিন্দা পার্থ সাহা লিখেছেন, ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলে পোস্ট করে কি আর মানুষের মনে জায়গা পাওয়া যায়। মানুষের মনে জায়গা পেতে মানুষের কাজ করতে হয়। মানুষের মনে ছবি তুলে রাখতে ডিএসএলআরের প্রয়োজন হয় না। দিনহাটা শহরের যুব তৃণমূল নেত্রী মৌমিতা চক্রবর্তী লিখেছেন, সবার কিন্তু ক্যামেরার প্রয়োজন হয় না। যারা প্রকৃত কাজ করে মানুষের জন্য তাঁরা সবসময় ছবি তুলতে প্রস্তুত থাকেন না। অন্যদিকে, উদয়ন গুহকে খোঁচা দিয়ে দেবাশিস বসু নামে একজন লিখেছেন, আপনার আশেপাশে আপনার লোক ছবি তোলে, আপনাকে ছবি দেয় না। বুঝলাম জ্যেঠু কষ্ট হয়। দুই নেতার পোস্টে তাঁর অনুগামীদের অকচাআকচি দেখে ক্যামেরাম্যান নিয়ে পোস্ট আসলে দলীয় কোন্দল বলেই মনে করছে সকলে। তবে উদয়ন গুহ বলেছেন, ফেসবুকে যা পোস্ট করেছি তা নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করব না। পার্থপ্রতিম রায়ও একই সুরে বলেছেন, ফেসবুকের বিষয় ফেসবুকেই থাক। সংবাদমাধ্যমে এ বিষয়ে কিছু বলব না। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা