বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

গেটে ঝুলবে কিউ আর কোড, বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নজরদারি চালাতে অ্যাপ জলপাইগুড়িতে

ব্রতীন দাস, জলপাইগুড়ি: বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহে এবার অ্যাপে নজরদারি। এজন্য প্রতিটি বাড়িতে দেওয়া হবে কিউআর কোড। নির্মলবন্ধুরা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহে গিয়ে নিজেদের উপস্থিতি জানান দিতে মোবাইলে ইনস্টল করা অ্যাপে ওই কিউআর স্ক্যান করবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বাড়ি থেকে কী বর্জ্য সংগ্রহ করলেন, কতটা বর্জ্য সংগৃহীত হল, বর্জ্য পৃথকীকরণ করা ছিল কি না, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করতে হবে। মঙ্গলবার জেলাশাসক শমা পারভীন জানিয়েছেন, আপাতত জলপাইগুড়ি পুরসভার একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ওই প্রকল্প চালু হবে। এতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ ঠিকমতো হচ্ছে কি না, সেব্যাপারে নজরদারি চালানো যাবে। উদ্যোগ সফল হলে পুরসভার অন্যান্য ওয়ার্ডেও তা চালু করা হবে। 
জলপাইগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এই কিউআর কোড ও অ্যাপ চালু করেছে। বিষয়টি তারা কীভাবে করছে, সেটা জানতে আমাদের পুরসভা থেকে সেখানে লোক গিয়েছিল। তাঁরা গোটা বিষয়টি ভালোভাবে দেখে এসেছেন। সেইমতো গোটা বিষয়টি কার্যকর করার চেষ্টা চলছে। আপাতত ঠিক হয়েছে ভাইস চেয়ারম্যানের ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই প্রকল্প চালু হবে। দেবদুলাল বলেন, প্রতিটি বাড়িতে যে কিউআর কোড দেওয়া হবে, তা স্ক্যান করলেই সেই বাড়ির মালিকের নাম, হোল্ডিং নম্বর সহ প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে। এখন আমরা কিউআর কোড ও অ্যাপ তৈরির জন্য এজেন্সির খোঁজ করছি। জেলাশাসকও বিষয়টি নিয়ে খুবই উৎসাহী। 
কী সুবিধা হবে এই কিউআর কোড চালু হলে? পুরসভা সূত্রে খবর, অনেক জায়গা থেকে মাঝেমধ্যেই অভিযোগ আসে, নির্মলবন্ধুরা নিয়মিত বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করেন না। তাছাড়া অনেক বাড়িতে বর্জ্য পৃথকীকরণ করা হয় না। দু’টি আলাদা রঙের বালতি দেওয়া হলেও, পচনশীল ও অপচনশীল বর্জ্য ভাগ না করেই নির্মলবন্ধুদের দিয়ে দেওয়া হয়। এতে ওই বর্জ্য আলাদা করতে সমস্যা হয়। সেক্ষেত্রে নির্মলবন্ধুরা কোনও বাড়ি গিয়ে যদি দেখেন, বর্জ্য পৃথকীকরণ করা নেই, সেক্ষেত্রে তাঁরা সঙ্গে সঙ্গে ছবি তুলে অ্যাপে আপলোড করে দেবেন। সেইমতো পুরসভার তরফে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 
বর্তমানে পুলিসের উপস্থিতি নিশ্চিত করতে জলপাইগুড়িতে সর্বত্র নামে একটি অ্যাপ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়েছে কিউআর কোড। পুলিসকর্মীরা ডিউটিতে সেখানে গেলে প্রথমেই ওই কিউআর কোড স্ক্যান করে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেন। এক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকমই হবে। 
 নিজস্ব চিত্র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা