বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মাঞ্ঝা নদীতে পাইপ বসিয়ে কালভার্ট জমি মাফিয়াদের

সংবাদদাতা, নকশালবাড়ি: এক বছর যেতে না যেতেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে ফের অবৈধভাবে মাঞ্ঝা নদীতে হিউম পাইপ বসিয়ে পাকাপোক্ত কালভার্ট বানিয়ে ফেলেছে জমি মাফিয়ারা। শুধু তাই নয়, প্রশাসনের নজরদারি না থাকায় আরও এক জমি মাফিয়া একই পথ অনুসরণ করেছে। সেও হিউম পাইপ বসিয়ে কালভার্ট নির্মাণের কাজ শুরু করেছে। জমিতে যাওয়ার রাস্তা আছে, এই বলে জমি প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে। এমনই ঘটনা, নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার বীরসিংজোতে। 
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে মাঞ্ঝা নদীতে হিউম পাইপ বসিয়ে কালভার্ট নির্মাণ আটকে দিয়েছিল নকশালবাড়ি ব্লক প্রশাসন। তবে এবার কাউকে তোয়াক্কা না করেই কাজ কোথাও শেষ হয়েছে আবার কোথাও কালভার্টের কাজ চলছে। আর এ ঘটনায় দুধিয়া, শালবাড়ির দুই জমি মাফিয়ার নাম উঠে এসেছে। স্থানীয় কিছু লোক এ ক্ষেত্রে বহিরাগত ওই মাফিয়াদের মদত দিচ্ছে বলে স্থানীয় একাংশের দাবি। 
এলাকায় পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করেন বিষ্ণু কুল। তিনি বলেন, নদীর গতিপথ পরিবর্তন করে অবৈধভাবে কালভার্ট করা হয়েছে। এজন্য জমিতে সেচের জল নিতে সমস্যা হচ্ছে। আগেও বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছিল। ৬০ ফুট চওয়া নদী এখন নালা হয়েছে। 
উল্লেখ্য, নকশালবাড়ির লালপুল ক্যানেলকে পর্যটন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। সরকারি প্রকল্পে খবর কানে পৌঁছেছে জমি হাঙরদের। বছর খানেক ধরে তাই এলাকার একের পর এক জমি চিহ্নিত করে প্লটিং করার কাজ শুরু হয়েছে। 
নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি বলেন, জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। তারা সরকারি জমি, নদী, নালা কিছুই মানছে না। নদী আটকে হিউম পাইপ বসিয়ে কালভার্ট বানিয়ে নিচ্ছে। এসব হতে পারে না। আমি প্রশাসনের দ্বারস্থ হব। 
নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। মেসেজ পাঠানো হলেও উত্তর আসেনি। তবে নকশালবাড়ির বিএলআরও দেবরাজ বাগ বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। তবে নদীর উপর বিনা অনুমতিতে নির্মাণ কাজ করা যায় না। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা