বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দক্ষিণ দিনাজপুরে নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে? খোঁজ নিলেন জেলাশাসক

সংবাদদাতা, বালুরঘাট: বাংলার বাড়ি প্রকল্পে নির্মাণ সামগ্রীর দাম সঠিক নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার দুপুরে তিনি হিলি গ্রাম পঞ্চায়েতের ধরন্দা, আপতৈর, বুড়া হিলির একাধিক উপভোক্তার বাড়ি যান। তাঁরা কীভাবে বাড়ি করছেন তা দেখেন। উপভোক্তাদের জেলাশাসক প্রশ্ন করেন, ইট, বালি, সিমেন্ট বাজারে সঠিক দামে পাওয়া যাচ্ছে কি না? দাম কত নেওয়া হয়েছে। তখন উপভোক্তারা জানান, বাজারে ইট, বালি ও সিমেন্ট পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। দামও বেশি নেওয়া হচ্ছে না। কিছুদিন আগে অভিযোগ উঠেছিল চাহিদা বাড়তে থাকায় ব্যবসায়ীরা নির্মাণ সামগ্রীর দাম বেশি নিচ্ছেন। সেই খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে জেলাশাসক হুঁশিয়ারি দেন দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।  সেই অভিযোগ ওঠার পরে জেলাশাসক ব্যবসায়ী সংগঠন, ইট ব্যবসায়ী সংগঠন সহ বালি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। তারপর থেকেই ব্যবসায়ীরা সঠিক দাম নেওয়া শুরু করেন। এখন ব্যবসায়ীরা দাম সঠিক নিচ্ছে কি না তদন্ত করতেই  ময়দানে নেমেছেন জেলাশাসক।  বিজিন কৃষ্ণা বলেন, হিলিতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলাম। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছি। নির্মাণ সামগ্রীর দাম সঠিক নেওয়া হচ্ছে কি না শুনেছি। বাকি ব্লকগুলিতে পরিদর্শন করে উপভোক্তাদের কাছে অভিযোগ শুনব। উপভোক্তারা কীভাবে বাড়ি তৈরি করছেন এদিন জেলাশাসক তা খতিয়ে দেখেন। উপভোক্তার সঙ্গে কথা বলে জেনে নিয়েছেন বাড়ির অর্ধেক কাজ কতদিনে শেষ হবে। এসব দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থার অঙ্গ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  এক উপভোক্তার নির্মীয়মান বাড়ি পরিদর্শনে জেলাশাসক বিজিন কৃষ্ণা।-নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা