বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

চা বাগানের মেয়ের পাশে দাঁড়ালেন বিডিও, আইডব্লুএল খেলতে গেল বর্ষা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফুটবলে বুঁদ চা বাগানের মেয়ে বর্ষা ওরাওঁয়ের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। তাঁর সহযোগিতায় ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলতে মধ্যপ্রদেশে রওনা দিল ডেঙ্গুয়াঝাড় চা বাগানের নবম শ্রেণির ওই ছাত্রী। শুক্রবার দুপুরে নিজের অফিসে ডেকে বর্ষার হাতে বল, জার্সি ও কিছু আর্থিক সাহায্য তুলে দেন বিডিও। একইসঙ্গে তার সাফল্য কামনা করেন। উপস্থিত ছিলেন কোচ অমিত রায়। এদিনই বর্ষাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় বর্তমান-এ।
বর্ষার কোচ বলেন, মেয়েটির বাবা নেই। মা চা বাগানে পাতা তোলেন। বর্ষাও মাঝেমধ্যে পাতা তুলতে যায়। মজুরির টাকা বাঁচিয়ে জার্সি-বুট কেনার চেষ্টা করে। ওকে আমি নিখরচায় কোচিং করাই। ইন্ডিয়ান উইমেন্স লিগ-টু খেলতে যাওয়ার খরচ জোগাতে আমি চাঁদা তুলে কিছু টাকা জোগাড় করি। তবুও আরও কিছুটা দরকার ছিল। শেষমুহূর্তে বিডিও যেভাবে পাশে দাঁড়ালেন, আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বর্ষার বাড়ি গিয়েছিলেন বিডিও। এদিন সন্ধ্যায় মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছে বর্ষা। তার সঙ্গে সোনু তান্ত্রি নামে ধূপগুড়ির আরও একটি মেয়ে যাচ্ছে। সেও আইডব্লুএলে খেলার সুযোগ পেয়েছে। বিডিও বলেন, আমাদের ব্লক থেকে চা বাগানের একটি মেয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলার সুযোগ পেয়েছে, এটা আমাদের গর্ব। তার যদি কিছু দরকার থাকে, আমরা ছাড়া তা কে মেটাবে। এটুকু করতে পেরে আমরা খুশি। বর্ষার কথায়, সবার আশীর্বাদ পেয়েছি। এবার ভালো খেলে সবার ফুটে হাসি ফোটাতে চাই।
45m 14s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা