বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ময়নাগুড়িতে দুয়ারে সরকার শিবির

সংবাদদাতা, ময়নাগুড়ি: ২৪ তারিখ থেকে ময়নাগুড়ি পুরএলাকায় শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির। কোন দিন কোন এলাকায় শিবির হবে, শুক্রবার  
ময়নাগুড়ি পুরসভায় বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। ময়নাগুড়ি পুরসভা  সূত্রে খবর, ২০২১ সালে ময়নাগুড়ি পুরসভা হওয়ার পর শহর এলাকায় একাধিকবার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বর্তমানে ময়নাগুড়ি শহরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ১০ হাজারের উপর মহিলা। দুয়ারে সরকারের মধ্য দিয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন পেয়েছেন ১১ জন। রূপশ্রী প্রকল্পের আওতায় এসেছেন ১৯৪ জন। ২৪ তারিখ থেকে হওয়া দুয়ারে সরকারের মূল ভেন্যু ঠিক করা হয়েছে নন্দনকানন মাঠ। চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, ২৪ তারিখ এক নম্বর ওয়ার্ডের পেটকাটি, ২,৩ ও ৫ নম্বর ওয়ার্ডের পূর্তদপ্তরের ইন্সপেকশন বাংলোয় শিবির হবে। ২৫ তারিখ ৪ এবং ১২ নম্বর ওয়ার্ডের ধর্মশালায় শিবির বসবে। ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডের ময়নাগুড়ি জুনিয়র বেসিক স্কুল মাঠে শিবির বসবে। ফেব্রুয়ারির ১ তারিখ ৬,৭,৮,১৫,১৬ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদের ডাকবাংলো এবং ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডের নীলমণি বসন্ত প্রাইমারি স্কুলে শিবির হবে। এছাড়াও ২৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রধান শিবির হবে নন্দনকাননে। 
42m 16s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা