বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ইটাহারে জাতীয় সড়কে লরি থেকে তেল চুরি চক্রের দু’জন গ্রেপ্তার

সংবাদদাতা, ইটাহার: পুলিসের চোখে ধুলো দিয়ে জাতীয় সড়কে ঘুরছে নাইট গ্যাং। ছোট গাড়িতে এসে রাতের অন্ধকারে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক ও লরির তেলের ট্যাঙ্ক ফাঁকা করা নাইট গ্যাংয়ের মূল কাজ। এবার এই চক্রের বিহার যোগ সামনে এল। বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে কিষানগঞ্জ ও গোয়ালপোখরের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিস। আটক করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি ছোট গাড়ি। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক তাদের ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।  ইটাহার থানা এলাকায় শ্রীপুর, দুর্গাপুর, ভেন্ডাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ট্রাক থেকে রাতের অন্ধকারে লিটার লিটার তেল চুরির অভিযোগ আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে এরা তেল চুরি করে। এনিয়ে রায়গঞ্জ ও করণদিঘি থানায় একাধিক অভিযোগ হয়েছে। পুলিস সূত্র মারফত জানতে পারে একটি সন্দেহজনক ছোট গাড়ি প্রায়ই গভীর রাতে করণদিঘির দিক থেকে রায়গঞ্জ থানা এলাকা হয়ে ইটাহারে প্রবেশ করে। এরপর পুলিস নাইট গ্যাংকে জালে তুলতে ছক কষে। ১১ জানুয়ারি ওই নাইট গ্যাং ইটাহারে প্রবেশ করলে পুলিস চৌরঙ্গী এলাকায় ব্যারিকেড বসায়। কিন্তু পুলিসকে দেখে গাড়ি ঘুরিয়ে চম্পট দেয়। পুলিস পিছু ধাওয়া করলে গাড়িটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়।  কিন্তু ফের বৃহস্পতিবার রাতে তারা ইটাহারে প্রবেশ করতেই আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিভিন্ন দলে ভাগ হয়ে সাদা পোশাকে নজরদারি শুরু করে পুলিস। দুর্গাপুর এলাকায় পুলিস গাড়িটি দাঁড় করায়। এবারও গাড়ি নিয়ে পালাতে গেলে পিছু ধাওয়া করে গাড়ির চালক সহ একজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা গাড়ি থেকে নেমে অন্ধকারে পালিয়ে যায়। পুলিস জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, তাদের বাড়ি বিহারের কিষানগঞ্জ ও গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। পুলিস জানায়, এই চক্রে ভিন রাজ্য সহ এই জেলার আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে চক্রের মূল পান্ডাকে ধরতে তদন্ত চলছে। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, এদিন তেল চুরির মামলায় দু’জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিসের সঙ্গে ধৃত দুষ্কৃতীরা। -নিজস্ব চিত্র
43m 52s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা