বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

রায়গঞ্জের পুর প্রশাসককে গুলিতে ঝাঁঝরা করার হুমকি, আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা: এবার হুমকি ফোন পেলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে তাঁকে গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। কয়েকদিন আগে শ্যুটআউটে মালদহের ইংলিশবাজারের তৃণমূল কাউন্সিলার বাবলা সরকার খুন হন। এই ঘটনার অল্প কয়েকদিনের মধ্যে কালিয়াচকে খুন হন এক তৃণমূল কর্মী। পাঞ্জিপাড়ায় পুলিসকে গুলি করে বন্দি পালানোর ঘটনায় শোরগোল পড়েছে গৌড়বঙ্গজুড়ে। তারমধ্যেই রায়গঞ্জের প্রশাসককে খুনের হুমকি দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতের হলেও, বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার বিকেলে। এদিন বিকেলেই পুরসভার কো-অর্ডিনেটরদের সঙ্গে নিয়ে সন্দীপবাবু রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে সকলেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুর প্রশাসকের দাবি, বৃহস্পতিবার রাত সওয়া ১১টা নাগাদ একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোন ধরতেই তাঁকে গালিগালাজ ও গুলি করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। অকথ্য গালিগালাজ করে বলা হয়, ‘যেখানে দাঁড়িয়ে আছিস, সেখানেই থাক। আমি গিয়ে তোকে গুলি করে ঝাঁঝরা করে দেব।’ 
পুর প্রশাসক পরিচয় জানতে চাইলে বলা হয়, ‘তোকে গুলি করে মারব।’ তারপর ফোনটা কেটে যায়। সন্দীপ বলেন, হুমকি ফোনের পর ওই রাতেই  রায়গঞ্জ থানার আইসিকে বিষয়টি আমি জানিয়েছিলাম।এদিন বিকেলে লিখিত অভিযোগ জানালাম। 
জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘসময় ধরে বহু মানুষের বিবাদ মেটানোর মতো কাজ করেছি। তাতে একপক্ষ সন্তুষ্ট হলেও, অনেক সময় অপর পক্ষের রুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। রাজনৈতিক কারণেও বহু শত্রু থাকতে পারে। তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যে বা যারা এই কাণ্ড করেছে, পুলিস তাদের চিহ্নিত করে দ্রুত গ্ৰেপ্তার করুক। 
অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দলের চক্রান্তের সম্ভাবনা দেখছেন রায়গঞ্জ পুরসভার উপ পুর-প্রশাসক অরিন্দম সরকার। তিনি বলেন, এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে। 
সামনেই রায়গঞ্জ পুরসভার নির্বাচন হওয়ার কথা। আগামী বছর আবার বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সতর্ক থাকার প্রয়োজন আছে। আমরা সকলেই প্রশাসকের সঙ্গে এদিন থানায় অভিযোগ জানানোর জন্য যাই।  এদিকে পুলিস সূত্রে খবর, এদিন রাতেই এক যুবককে আটক করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, হুমকি কাণ্ডে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে সন্দীপবাবুকে পুরসভার প্রশাসক হিসেবে মনোনীত করে রাজ্য সরকার। দেহরক্ষী হিসেবে তাঁর দু’জন সশস্ত্র পুলিশ কনস্টেবল রয়েছে। পাশাপাশি নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারও রয়েছে। তবুও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হুমকি ফোনে আতঙ্ক বাড়িয়েছে।  পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।-নিজস্ব  চিত্র
44m 40s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা