বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘জেলা পুলিস কেসটা ভালোভাবে দেখছে। অগ্রগতিও হয়েছে।’ শুক্রবার সকালে মালদহে এসে একথাই বললেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। তার কয়েক ঘণ্টা পরই কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী আতাউর হককে খুনের মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করল পুলিস। গত মঙ্গলবার ১৫ জানুয়ারি আতাউরকে খুন করা হয়। ঘটনায় নাম জড়ায় জাকির শেখের। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। এদিন সন্ধ্যায় কালিয়াচক বাইপাস থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। জাকির অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই সতর্ক পুলিসের জালে ধরা পড়ে যায়। 
এদিকে এই গ্রেপ্তারে ডিজি’র জেলা সফরের সময় কিছুটা হলেও স্বস্তিতে পুলিস মহল। মালদহে ১২ দিনের মধ্যে প্রকাশ্যে নৃশংসভাবে খুন হন তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকার ও আতাউর হক নামে দলের জনৈক কর্মী। এদিন সকাল সাড়ে ১০টায় মালদহের পুলিস সুপারের অফিসে পৌঁছন ডিজি রাজীব কুমার। সেখানেই এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, আইজি (উত্তরবঙ্গ) রাজেশ কুমার, পুলিস সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। এরই মধ্যে এসপি অফিসে আসেন প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার। কিছুক্ষণ পর তিনি বেরিয়েও যান। 
পুলিস সুপারের অফিস থেকে বেরিয়ে ডিজি এসপি’র বাংলোতে যান। সেখান থেকে সোজা যান কালিয়াচক থানায়। কালিয়াচক এসডিপিও অফিস ঘুরে ডিজি’র পরবর্তী গন্তব্য ছিল মালদহের মহদিপুর সীমান্ত। সীমান্তের পরিবেশ পরিস্থিতি এবং স্থলবন্দর ঘুরে দেখেন তিনি। পাশাপাশি রপ্তানিকারকদের সঙ্গেও অভাব অভিযোগ নিয়ে কথা বলেন রাজীব কুমার। মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, রপ্তানি কত হচ্ছে ডিজি তার বিস্তারিত খোঁজখবর  নেন।  
সীমান্ত ঘুরে বিকেলে সার্কিট হাউসে আসেন রাজীব কুমার। সেখানে ডিজির সঙ্গে দেখা করেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের নিরাপত্তায় আরও সিসি ক্যামেরা বসানো ও পার্কিং নিয়ে ডিজির সঙ্গে কথা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন মালদহ পুলিসের অধীন বিভিন্ন থানার কর্মীদের পুরস্কৃত করেন ডিজি । জানা গিয়েছে, বাবলা সরকার খুনের কয়েক ঘণ্টার মধ্যেই চণ্ডীপুরে নাকা চেকিংয়ের সময় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। এই কাজের জন্য তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। হরিশ্চন্দ্রপুর থানার দুই সাব ইন্সপেক্টরকেও পুরস্কৃত করেন রাজীব কুমার।

মালদহ জেলা পুলিস সুপারের অফিসে বৈঠকের পর বেরিয়ে আসছেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার।-নিজস্ব চিত্র

44m 22s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা