বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দেড় কিমি তাড়া করে ট্রাক্টর আটক

সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রায় দেড় কিমি রাস্তা তাড়া করে বালি বোঝাই চারটি ট্রাক্টর ট্রলি সহ চার মাফিয়াকে আটক করল ময়নাগুড়ি থানার পুলিস। বুধবার জল্পেশ এলাকার জর্দা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে বলে ময়নাগুড়ি থানায় গোপন সূত্রে খবর আসে। সেই খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিসের একটি টিম। কিন্তু, পুলিসকে দেখে চারটি ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। পুলিসের গাড়ি তাদের পিছু নেয়। ট্রাক্টরগুলি থামানোর চেষ্টা করে। কিন্তু, সেগুলি দ্রুত গতিতে ছুটতে থাকে। কিছুক্ষণ পর পুলিসের গাড়ি ট্রাক্টরগুলির সামনে চলে আসে। গাড়ি থেকে পুলিস ফোর্স নেমে চারটি ট্রাক্টরের চার চালককে আটক করে। এরপর বালি পরিবহণের কাগজ তাদের দেখাতে বলে। আর তাতেই মাথায় হাত। কাগজ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে পুলিস।
পুলিস জানিয়েছে, অভিযুক্তদের নাম মৃন্ময় রায় (হেলাপাকড়ি), সৌরভ রায় (জল্পেশ), রতন রায় (খয়েরখাল), নৃপেন মণ্ডল (সাপটিবাড়ি)। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিস জানিয়েছে।
মঙ্গলবার ময়নাগুড়ি থানার পুলিস বিশেষ অভিযান চালিয়ে কুড়িটি ডাম্পার আটক করে। অনেক ডাম্পারের নম্বরপ্লেট থেকে শুরু করে কাগজে গরমিল ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরে বুধবার চারটি ট্রাক্টর আটক করল পুলিস।
স্থানীয়রা বলছেন, ভোরের আলো ফোটার আগে জর্দা নদীতে বালি মাফিয়াদের দাপট শুরু হয়ে যায়। ট্রাক্টর ছাড়াও বেশ কিছু ভ্যানে করে বালি পাচার চলে। তবে, একের পর এক বালি মাফিয়া সহ বালির গাড়ি আটক করছে ময়নাগুড়ি থানার পুলিস। আইসি সুবল ঘোষ বলেন, প্রত্যেকটি নদীতে আমাদের নজরদারি চলছে। রাজস্ব ফাঁকি দিয়ে, অবৈধ উপায়ে বালি উত্তোলন  বরদাস্ত হবে না। আমাদের স্পেশাল টিম তৈরি আছে। তারা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। বুধবার ও বিশেষ অভিযানে চারটি ট্রাক্টর সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।  নিজস্ব চিত্র।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা