বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ভুয়ো বিল্ডিং প্ল্যান ইস্যু হচ্ছে, এসডিও’র দ্বারস্থ ইঞ্জিনিয়াররা

সংবাদদাতা, তুফানগঞ্জ: বেআইনিভাবে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনতলা বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই তলার বেশি নির্মাণ করতে গেলে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। অথচ সেই আইনকে তোয়াক্কা না করে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে তৈরি করা হয়েছে বিল্ডিং প্ল্যান বলে অভিযোগ। যা পুরোপুরি ভুয়ো, দাবি করছেন নথিভুক্ত ইঞ্জিনিয়ারদের একাংশ। 
প্ল্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার, জেলা পরিষদের আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ায়ের নকল সই এবং সিল। এমনকী মানি রিসিভের রসিদে জেলা পরিষদের আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই নকল করে জমির মালিককে দেওয়া হচ্ছে। বুধবার এনিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কয়েকজন ইঞ্জিনিয়ার। এ ব্যাপারে মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
অভিযোগকারী রবি চন্দ, অতুলচন্দ্র দাস প্রমুখ বলেন, প্রায় দু’বছর থেকে প্রশাসনকে অন্ধকারে রেখে এ ধরনের অনৈতিক কাজ চলছে। জমির মালিকদের হাতে ভুয়ো বিল্ডিং প্ল্যান তুলে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এতে আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে মহকুমা শাসককে লিখিতভাবে জানিয়েছি। 
কোচবিহার জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েতের রসিদে আমার সই করার কোনও এক্তিয়ার নেই। যদি কেউ করে থাকে তাহলে তা পুরোপুরি ভুয়ো। এ ব্যাপারে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত প্রধান কোহিনুর খাতুন কোনও মন্তব্য করতে চাননি।  
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা