বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ভাওয়াইয়া সম্রাটের জন্মভূমি বলরামপুরে এবার বসবে রাজ্য ভাওয়াইয়ার আসর

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভাওয়াইয়ার পূণ্যভূমিতেই এবার বসছে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার আসর। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার বলরামপুরেই ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদের জন্ম। পাশাপাশি নায়েবআলি টেপু, প্যারিমোহন দাসের মতো প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর জন্মও সেখানে। আবার কালজানি নদীর ওপারে মানসাইতে টগর অধিকারি ও তুফানগঞ্জে সুরেন্দ্রনাথ রায়বসুনিয়ার মতো শিল্পীদের জন্ম হয়েছিল। তাই ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে বলরামপুরে। আগামী ৩-৬ ফেব্রুয়ারি তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর হাইস্কুল ফুটবল ময়দানে এই প্রতিযোগিতার আসর বসবে। চারদিনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানে বাংলা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন। তবে এবার বাংলাদেশ থেকে কোনও শিল্পী আসছেন না। রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার বাজেট ২৫ লক্ষ টাকা। মোট ৩২ টি ব্লকের মধ্যে এই প্রতিযোগিতা হবে। বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার বৈঠক হয়। এবার রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কমিটির সদস্য পার্থপ্রতিম রায়, বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যরা। কমিটির চেয়ারম্যান বলেন, এবার রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার মূল আসর ভাওয়াইয়ার পূণ্যভূমি বলরামপুরে বসবে। ওই ভূমিতে আব্বাসউদ্দীন সাহেব সহ আরও অনেক দিকপাল ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর জন্ম হয়েছে। তাই বলরামপুরকেই বেছে নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে সমস্ত দিক নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে কমিটিতে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি সহ আরও কয়েকজন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করা হয়। আগামী ২০ জানুয়ারি বলরামপুর হাইস্কুলের মাঠে প্রস্তুতি বৈঠক হবে। মোট ৩২টি ব্লকের প্রতিযোগিতা ২৭ জানুয়ারির মধ্যে শেষ করে ২৮ জানুয়ারির মধ্যে রিপোর্ট করার অনুরোধ করা হয়েছে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা