বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কালিম্পংয়ে পুড়ে ছাই ছ’টি দোকান

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কালিম্পংয়ে। শনিবার পাহাড়ি জেলার তোপখানা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ছ’টি দোকান। সবগুলি কাবারিখানা। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি। দীর্ঘ চার ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনার মোকাবিলায় নামে সেনাবাহিনীও। সমগ্র ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণিয়াম টি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস, দমকল বাহিনী ও প্রশাসনের অফিসার ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ছ’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এতে হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতির উপর নজর রয়েছে।
কালিম্পং থেকে ডেলো যাওয়ার পথে পড়বে ১১ মাইল। সংশ্লিষ্ট এলাকায় রাস্তার পাশেই ছিল বেশকিছু কাবারিখানা। সবক’টি দোকানই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি ছিল। সেগুলির সঙ্গে ছিল বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ একটি কাবারিখানায় আগুন লাগে। আগুন দ্রতু চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিস এবং কালিম্পং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সেনাবাহিনীও ঘটনার মোকাবিলায় নামে। তারা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। স্থানীয়রা জানিয়েছে, ঠান্ডার জন্য একটি দোকানের সামনে কাঠ জ্বালিয়ে কাজ করছিলেন কর্মীরা। সম্ভবত সেখান থেকেই দোকানে আগুন লাগে।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা