বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

১০টি সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, নতুন বছরে সৌন্দর্যায়নে জোর জলপাইগুড়ি পুরসভার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নতুন বছরে শহরের সৌন্দর্যায়নে বিশেষ জোর দিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। তারমধ্যে যেমন শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ডিজিটাল বোর্ডের মাধ্যমে জলপাইগুড়ির ইতিহাস তুলে ধরা হবে, তেমনই পর্যটনের প্রসারে বসানো হবে নানা মডেল। একই সঙ্গে শহরে যেসমস্ত জলাশয় ও পার্ক রয়েছে, সেগুলি সংস্কার ও সৌন্দর্যায়নে উদ্যোগ নেবে পুরসভা। শনিবার বাজেট সংক্রান্ত বিশেষ বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যেই আমরা শহরের দু’টি ঐতিহ্যবাহী দিঘি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে অর্থ বরাদ্দ করা হয়েছে। আরও ছ’টি জলাশয় ধাপে ধাপে সংস্কার করে সাজিয়ে তোলা হবে। শহরের পার্কগুলি সাজিয়ে তোলার পাশাপাশি তা রক্ষণাবেক্ষণে স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলাদের কাজে লাগানো হবে। এছাড়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দিচ্ছে পুরসভা। শহরকে পরিচ্ছন্ন রাখতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সবটাই করবে পুরসভা।
ভাইস চেয়ারম্যান বলেন, ১৫৭ বছরে পা রাখছে জলপাইগুড়ি। এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাছাড়া তিস্তা পাড়ের শহরকে পর্যটনের ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে চাই আমরা। এজন্য শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ডিজিটাল বোর্ডের মাধ্যমে জলপাইগুড়ির ইতিহাস তুলে ধরা হবে। শহরকে সাজিয়ে তুলতে পর্যটনের প্রসারে বেশকিছু মডেল ও স্থাপত্য বসানোর পরিকল্পনা রয়েছে। এসব নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি এদিন চলতি অর্থবর্ষের জন্য ৭০৪ কোটি টাকার রিভাইজড বাজেট পেশ করা হয়েছে। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত আমরা কী কাজ করেছি, আরও কী কাজ করব, কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া হবে, সবটাই আলোচনা করা হয়েছে। ঠিক হয়েছে, নতুন বছরে পুরসভা আরও ১০টি সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি করবে। করলা নদীর দূষণ রুখতে রাজ্য সরকার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট করছে। রাজ্যের সঙ্গে ওই প্রকল্প বাস্তবায়িত করবে পুরসভা। এতে শহরের নিকাশিনালার জল পরিশোধিত হয়ে তবেই নদীতে পড়বে। ফলে নদীর দূষণ কমবে। 
বৈঠক শেষে শহরে কোনও বেআইনি কাজ চলতে দেওয়া হবে না বলেও এদিন হুঁশিয়ারি দেয় পুর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কোথাও কেউ সরকারি জমি দখল করে থাকলে কিংবা বেআইনি নির্মাণ করলে, পুরসভা যেমন অভিযান চালাচ্ছে, তা অব্যাহত রাখবে। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, জলপাইগুড়ির মানুষকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার পাশাপাশি উন্নত নাগরিক পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি আমরা।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা