বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পূর্তদপ্তর জমি হস্তান্তর করলেও কুশমণ্ডি বাসস্ট্যান্ডের কাজ এগয়নি

সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে আজও বাসস্ট্যান্ড তৈরি হল না। ব্লক থেকে অন্যত্র যোগাযোগের জন্য কালিয়াগঞ্জ-কুশমণ্ডি রাজ্য সড়কই ভরসা। কুশমণ্ডির উপর দিয়ে সরকারি ও বেসরকারি যানবাহন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের উদ্দেশে যাতায়াত করে। সেগুলি রাজ্য সড়কের উপর দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করায়। এর ফলে প্রায়ই যানজটের পাশাপাশি অফিসের ব্যস্ত সময়ে ছোটখাট দুর্ঘাটনা ঘটছে। সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি কুশমণ্ডি চৌপথীতে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী পরিবহণ করে চলেছে। বর্তমানে চৌপথিতে রাজ্য সড়কের ফুটপাত দখল করে তৈরি হয়েছে গাড়ি পার্কিং। যার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে কুশমণ্ডিবাসীকে। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক ব্লক কুশমণ্ডি। রেলপথহীন কুশমণ্ডি মানুষ বাস পরিবহণের উপর নির্ভরশীল। দীর্ঘদিনের দাবি একটি আধুনিক মানের বাসস্ট্যান্ড। কিন্তু আজও তা তৈরি হয়নি।  ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি সদরে পূর্তদপ্তরের জায়গায় বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্তদপ্তর পঞ্চায়েত দপ্তরকে ওই জায়গা হস্তান্তর করেছে। ব্লক প্রশাসন জেলার মাধ্যমে রাজ্যের পরিবহণ দপ্তরকে বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব দিয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। 
কুশমণ্ডির বিডিও নয়না দে বলেন, কুশমণ্ডি সদরে পূর্তদপ্তরের জায়গায় বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরকে। সেইমতো পূর্তদপ্তর তাদের জায়গা হস্তান্তর করেছে। সেই ফাইল জেলা প্রশাসনের কাছে জমা আছে। এখন পরিবহণ দপ্তর অর্থ বরাদ্দ করলেই বাসস্ট্যান্ড তৈরি হবে। কুশমণ্ডির বিধায়ক তৃণমূল কংগ্রেসের রেখা রায় বলেন, কুশমণ্ডি ব্লক বাম আমল থেকে অবহেলিত। আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। বাসস্ট্যান্ডের বিষয়টি নিয়ে আমি পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাব দিয়েছি। জেলা ও ব্লক থেকেও দপ্তরে ফাইল গিয়েছে। এই মুহূর্তে বাংলা আবাসের কাজ চলছে। রাজ্য সরকারকে এতে বড় অর্থ খরচ করতে হচ্ছে। এই মুহূর্তে সম্ভব না হলেও আগামীতে বাসস্ট্যান্ডের বিষয়টি নিয়ে আমি ফের সরব হব।   
কুশমণ্ডির স্থানীয় বাসিন্দা হরিপদ রায় বলেন, বাম আমল থেকে আমাদের কুশমণ্ডি সদরে কোনও বাসস্ট্যান্ড নেই। রাস্তার উপর দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে নিত্যদিন যাত্রী পরিবহণ করে যাত্রীরা। বর্ষায় দুর্ভোগে পড়তে হয়। কোনও যাত্রী শেড পর্যন্ত নেই। ছোট বড় যাত্রীবাহী যানবাহন রাজ্য সড়কের ফুটপাত দখল করে থাকায় নিত্যদিন যানজট বাড়ছে। প্রশাসনিক আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিদের বিষয়টি দেখা উচিত।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা