বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পুরাতন মালদহের ১৯ নম্বর ওয়ার্ডে ৩০টির বেশি রাস্তা কাঁচা

সংবাদদাতা, পুরাতন মালদহ: দুই দশকের বেশি সময় পুরাতন মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লেবু বাগান, কলম এবং পালপাড়া সহ বিভিন্ন এলাকার ৩০টির বেশি রাস্তা কাঁচা। এছাড়া বেশকিছু ইটের রাস্তা ভেঙে গিয়েছে। বাসিন্দারা রাস্তাগুলি দিয়ে চলাফেরা করতে খুবই সমস্যায় পড়েন। তাঁদের দাবি, একাধিকবার পুরসভার জনপ্রতিনিধিদের বলা হলেও রাস্তা পাকা করা হচ্ছে না।
রাস্তা নিয়ে তৃণমূল এবং বিজেপির তর্জা শুরু হলেও সাধারণ মানুষ উন্নয়নের দাবি তুলেছেন। লেবু বাগানের বাসিন্দা অমল পালের কথায়, শহরের মধ্যে সবচেয়ে অবহেলিত আমাদের ওয়ার্ড। এখানে অনেক গলির রাস্তা মাটির। পুরসভা এলাকায় থেকেও এমন দশা হলে ক্ষোভ হওয়া স্বাভাবিক।  
রাস্তা বেহালের বিষয়টি স্বীকার করে নিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার।।তাঁর কথায়, আমাদের এলাকায় রাস্তার অবস্থা ভালো নয়। তবে এর কারণ বিজেপি। এই ওয়ার্ডে কয়েক দশক তাদের জনপ্রতিনিধিরা ছিলেন। তাঁরা কাজ করলে এমন দশা হতো না। সব কাজ একবারে হয় না। ধাপে ধাপে করার পরিকল্পনা রয়েছে।
উত্তর মালদহের যুব মোর্চা সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিজেপি নেতা সুমন্ত দাসের পাল্টা যুক্তি, ১৯ নম্বর ওয়ার্ডের ৭০ শতাংশ রাস্তা বেহাল। গত সাত বছর তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন। এই কয়েক বছরে সাতটা রাস্তাও তাঁরা করেনি। স্থানীয় বিধায়কের তহবিল থেকে রাস্তার কাজ হয়েছে। ওই ওয়ার্ডকে কেউ গুরুত্ব দেয় না।  নিজস্ব চিত্র।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা