রাজ্য

রিজওয়ানুর মৃত্যু: প্রিয়াঙ্কা টোডির সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর মৃত্যু মামলায় বুধবার সাক্ষ্য দিলেন শিল্পপতি-কন্যা প্রিয়াঙ্কা টোডি। এই মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী। কলকাতা নগর দায়রা আদালতের বন্ধ এজলাসে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তাঁর সাক্ষ্যপর্ব। তারপর কাচঢাকা গাড়িতে দ্রুত আদালত চত্বর ছেড়ে যান প্রিয়াঙ্কা। এদিন তিনি আসেন কালো চুড়িদার ও রোদচশমা পরে। প্রথা মেনে শপথ বাক্য পাঠসহ শুরু হয় তাঁর সাক্ষ্যপর্ব। তার আগে সরকারি তরফে তাঁর সাক্ষ্য শেষ হয়েছিল। বাকি ছিল আইনজীবীদের জেরাপর্ব।
সেইমতো কোর্টে তাঁর হাজিরার জন্য সম্প্রতি সমন জারি করা হয়। কিন্তু প্রথম দিকে তিনি গরহাজির ছিলেন। ফলে ফের নতুন করে সমন জারি করা হয়। তার ভিত্তিতে এদিন সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন প্রিয়াঙ্কা। 
এক অভিযুক্তের আইনজীবী নবকুমার ঘোষ জানান, ‘এদিন ওই সাক্ষীকে জেরা করেন অভিযুক্তদের আইনজীবীরা। এদিনই শেষ হয় তাঁর সাক্ষ্য।’
এই মামলায় প্রাথমিকভাবে আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রিয়াঙ্কাসহ মোট ৩৩ জন। আদালত সূত্রের খবর, ২০০৭ সালের ১ সেপ্টেম্বর পাতিপুকুর রেল স্টেশনের কাছে গ্রাফিক্স ডিজাইনার রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। তা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ ছিল, ওই যুবককে হত্যা করা হয়েছে। 
হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করে সিবিআই। পরে ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে চার্জশিট দেয়। সেই মামলায় বর্তমানে সাত অভিযুক্তের বিরুদ্ধে বিচার চলছিল। বর্তমানে তাঁরা সকলেই জামিনে রয়েছেন। এদিন গরহাজির ছিলেন দুই অভিযুক্ত। তার আগে এই মামলায় সাক্ষ্য দিয়ে গিয়েছেন রিজওয়ানুর রহমানের মা, বিধায়ক দাদা প্রমুখ।     
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা