রাজ্য

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে গ্রামের সব বাড়িতে নলবাহিত পানীয় জল, জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব গ্রামের প্রতি বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হবে। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় এ তথ্য জানান। বিজেপির তাপসী মণ্ডলের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘রাজ্যের ৩০ হাজার ৭৯১ গ্রামের মধ্যে এক হাজার ৭৭৫টির প্রতি বাড়িতে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। ওই গ্রামগুলি এখন সজল গ্রাম হিসেবে স্বীকৃত। মোট এক কোটি ৭৫ লক্ষ পরিবারের মধ্যে ৮৪ লক্ষ পরিবারকে জলের সংযোগ দেওয়া হয়েছে।’ মন্ত্রী জানান, জল জীবন মিশন প্রকল্পের খরচ ৫০:৫০ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বহন করার কথা। কিন্তু বাস্তবে ৭৫ শতাংশ খরচ রাজ্য সরকার করছে। প্রকল্পের জন্য জমিও রাজ্য সরকারকে কিনতে হচ্ছে। এই প্রকল্পে জল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে কয়েকজন বিধায়ক অভিযোগ তুললে মন্ত্রী বলেন, ‘শুধু গরমকালে কোথাও কোথাও সমস্যা হয়। তখন দ্রুত ব্যবস্থাও নেওয়া হয়।’ বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জল সরবরাহের জন্য শহর ও গ্রামে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন। মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের নির্দেশ, কোথাও জলের জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। এটা সব জায়গায় মেনে চলা হয়।’ 
অন্যদিকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানান, কৃষকবন্ধু প্রকল্পে অনুদান দিতে বছরে ৪০৫৫ কোটি টাকা খরচ করা হয়। প্রায় ৮৩ লক্ষ একর এই প্রকল্পে নথিভুক্ত। উল্লেখ্য, এই প্রকল্পে মোট নথিভুক্ত কৃষকের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। এই প্রকল্পে মৃত্যুজনিত কারণে এখনও পর্যন্ত ৯৯ হাজার কৃষক পরিবার দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণও পেয়েছেন বলে দাবি মন্ত্রীর। এই খাতে মোট এক হাজার ৯৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা