বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফিরছে কি? ধোঁয়াশা থেকেই যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল থাকছে কি না, এ নিয়ে স্কুলগুলির মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ডিসেম্বরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, পঞ্চম এবং অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের উত্তীর্ণ হতেই হবে। তবেই পরের ক্লাসে ওঠা যাবে। এর জন্য শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল না রাখার বিধিটিও সংশোধন করেছে কেন্দ্র। তবে, এরাজ্যে তা চালু করা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ, রাজ্যের শিক্ষাদপ্তর থেকে এ নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল ফেরানোর দাবিতে বৃহস্পতিবার দিনভর কলেজ স্ট্রিটে অবস্থান চালিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময়, ২০১৯ সালে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল চালুর কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় নীতির পাশাপাশি রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের সঙ্গেই সাযুজ্য রেখে এই ঘোষণা করা হয়। তবে, তারপরেই শুরু হয় কোভিড পর্ব। স্কুল স্তর তো বটেই, বিশ্ববিদ্যালয় স্তর থেকেও পাশ-ফেলের অস্তিত্ব মুছে যায় দু’বছরের জন্য। তবে, পরবর্তীকালে যখন পাশ-ফেল ফিরেছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে তা চালু করা নিয়ে পৃথক কোনও অর্ডার আর হয়নি। যদিও, কেন্দ্র ডিসেম্বরে নির্দেশিকা জারি করার পরে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে রাজ্যের পুরনো বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেন। তিনি লিখেছিলেন, কেন্দ্রের আগেই রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যদিও, রাজ্যের স্কুলগুলির দাবি, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও স্কুলেই পাশ-ফেল চালু করেনি। 
সূত্রের খবর, আগামী সপ্তাহে এ নিয়ে কোনও ঘোষণা হতে পারে। এই প্রসঙ্গে  শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে কিঙ্কর অধিকারী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছি। পাশ-ফেলের ধন্দ কাটাতে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি আবেদন করা হয়েছে।’  এ নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। 
প্রসঙ্গত, শুক্রবারই পর্ষদ প্রথম সামেটিভ মূল্যায়ন ১ থেকে ১২ এপ্রিলের মধ্যে শেষ করতে বলেছে। এক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে। এবছর চালু হয়েছে হোলিস্টিক রিপোর্ট কার্ড। সেখানে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়গুলিতে থিওরি এবং প্র্যাকটিক্যালের নম্বর ভাগ করে দেওয়া নেই। তাছাড়া, হোলিস্টিক রিপোর্ট কার্ডে হাতে লিখে মার্কস দিতে হচ্ছে। পাশাপাশি, বাংলার শিক্ষা (এসএমএস) পোর্টাল থেকে আগের মতো ডিজিটাল মার্কশিটের প্রিন্ট আউট নেওয়া যাবে কি না, সেটাও স্পষ্ট নয়। এই বিষয়গুলিও জানতে চেয়ে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে মঞ্চ। 
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা