বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল   তৈরিতে রাজ্যের খরচ বৃদ্ধি ৮৪ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্প। কিন্তু এই প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের জন্য চাল উৎপাদন করতে অতিরিক্ত আর্থিক দায় নিতে হচ্ছে রাজ্য সরকারকে। এই উৎপাদন খাতে যত বাড়তি টাকা খরচ হচ্ছে তা বহন করছে রাজ্য। খাদ্যদপ্তর সূত্রের খবর,  এজন্য চলতি বছরে রাজ্যের খরচ বেড়েছে ৮৪ কোটি টাকা। 
চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কিনে যে চাল উৎপাদন করা হয় তার একটা বড় অংশ জমা পড়ে ‘সেন্ট্রাল পুলে’। এখান থেকে প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় থাকা রেশন গ্রাহক ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলের মিড ডে মিল প্রকল্পের জন্য চাল সরবারহ করা হয়। খাদ্যদপ্তর সূত্রে বলা হচ্ছে, সেন্ট্রাল পুলের চালের জন্য যে খরচ হয় তার পুরো দায় কেন্দ্রের নেওয়ার কথা। কিন্তু এখানে বর্ধিত খরচ দিতে রাজি নয় কেন্দ্র। ফলে রাজ্যকে সেই দায়িত্ব নিতে হচ্ছে। রাইস মিলে প্রতি কুইন্টাল চাল উৎপাদনের ‘মিলিং’ খরচ চলতি খরিফ মরশুমে ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করেছে রাজ্য। এই খাতে আগে কেন্দ্র ২০ টাকা দিত। রাজ্য দিত ১০ টাকা। এখন রাজ্যকে আরও ১০ টাকা দিতে হচ্ছে। এতে রাজ্যের খরচ বাড়ছে ৭০ কোটি। রাইস মিলে ‘মান্ডি’ (মূলত শ্রমিকদের মজুরি খাতে) খরচ এবার কুইন্টাল  ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। এই খাতে আগে কেন্দ্র ১০ টাকা ও রাজ্য সরকার ২ টাকা করে দিত। এখন রাজ্য‌঩ আরও ২ টাকা করে দেবে।  এই খাতে বছরে রাজ্যের খরচ বাড়ছে ১৪ কোটি টাকা। 
মিলিং চার্জ, ‘মান্ডি’ খাতে খরচ বৃদ্ধির জন্য রাইস মিল মালিকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। রাইস মিল মালিকদের সংগঠনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই বিষয়টি তুলেছিলেন। মুখ্যমন্ত্রী তখনই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন। তারপরই বরাদ্দ বৃদ্ধি হল। কেন্দ্রীয় সরকার মান্ডি খরচে রাজ্যকে ব্যাপক বঞ্চনা করে বলে তিনি অভিযোগ করেছেন। পাঞ্জাবসহ কয়েকটি রাজ্যে কুইন্টালে ২৯ টাকা দেওয়া হয়। সেখানে এই রাজ্যের জন্য কেন্দ্র দেয় মাত্র ১০ টাকা। সেন্ট্রাল পুলের চালের জন্য বস্তার খরচও রাজ্য সরকার বহন করে। এর জন্য রাজ্যের প্রচুর টাকা খরচ হয়। রা‌‌জ্য খাদ্যদপ্তর এবার দ্রুত চাল উৎপাদনের কস্টশিট প্রকাশ করেছে। তাই চাল উৎপাদনের জন্য মিলগুলি তাড়াতাড়ি টাকা পাবে। কস্ট শিট থেকে দেখা যাচ্ছে, প্রতি কেজি চাল উৎপাদন এবং তা সরবরাহ করতে সরকারের খরচ হচ্ছে ৪০ টাকার বেশি। রেশন ডিলার-ডিস্ট্রিবিউটরদের কমিশন দেওয়ার পর এই খরচ ৪২ টাকার আশপাশে আসছে।
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা