বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পিপিপি মডেলে চলবে ট্রাম?  উদ্যোগ নিতে কমিটিকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের ঐতিহ্য ট্রাম। এই পরিবহণ বাঁচাতে আগেই ট্রামলাইন তুলে ফেলায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও কলকাতায় একাধিক ট্রাম লাইন তুলে ফেলা হয়েছে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বেঞ্চ আরও একবার স্পষ্ট করে দিল, শহরে যেসব জায়গায় ট্রাম লাইন এখনও রয়েছে সেগুলি কোনভাবেই বিটুমিনাইজ করা বা তুলে ফেলা যাবে না। 
ট্রাম বাঁচাতে আগে একটি কমিটি গঠন করেছিল ডিভিশন বেঞ্চ। আজ, বুধবার সেই কমিটির বৈঠক রয়েছে। তার আগে বেঞ্চ নির্দেশে স্পষ্ট করে দিয়েছে, পিপিপি মডেলে ট্রাম চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করার বিষয়ে সদর্থক আলোচনা বা সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে। আদালত গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস)। 
তবে ট্রামলাইন কে বা কারা তুলে ফেলেছেন তা নিয়ে অন্ধকারে রাজ্য। এ বিষয়ে আগেই কলকাতা পুলিসকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সে বিষয়ে তদন্ত জারি রাখতে বলেছে আদালত। তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্টও পেশ করতে বলেছে। অন্যদিকে, রাজ্যের আইনজীবী জানান, ময়দান থেকে খিদিরপুর পর্যন্ত পিপিপি মডেলে ট্রাম চালানো যেতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি সংস্থা যারা এই মডেলে যুক্ত হতে চায় তাদের আহ্বান জানানো হয়েছে। আলিপুর এলাকায় ট্রাম চলাচল বন্ধ রয়েছে ১৫ বছর। এই এলাকায় কারা ট্রামলাইন বুজিয়ে ফেলেছে তা খতিয়ে দেখছে পুলিস। এছাড়াও রাজ্য জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপে রাজ্য থেকে দু’টি ট্রাম ভ্যাঙ্কুভারে যাওয়ার প্রস্তাব এসেছিল। সে বিষয়ে আপাতত কোনও পদক্ষেপ করছে না রাজ্য।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা