বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দশম শ্রেণির দুই পড়ুয়ার মারামারি, মৃত ১

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুল চলাকালীন দশম শ্রেণির দুই ছাত্রের মারামারিতে মৃত্যু হল এক ছাত্রের। বুধবার হুগলির চাঁপদানি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের আর্য বিদ্যাপীঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভিনব জালান। চাঁপদানি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। সহপাঠীর সঙ্গে মারামারির সময় অভিনব সংজ্ঞাহীন হয়ে পড়ে। স্কুলের শিক্ষক ও স্থানীয় কাউন্সিলারের স্বামী তাকে ভদ্রেশ্বর ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর চাউর হয়ে যেতেই তীব্র উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুলের সামনেও বিক্ষোভ হয়। আটকে পড়েন কয়েকজন শিক্ষক। দু’টি জায়গাতেই পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্র স্কুল থেকে পালিয়ে যায়। পরে পুলিস তাকে আটক করে। ওই কিশোর চাঁপদানির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিসের একটি সূত্রে জানা গিয়েছে, মূলত গুটখা খাওয়া নিয়ে দুই ছাত্রের মধ্যে বিবাদের সূত্রপাত, যা পরে মারামারিতে গড়ায়। অভিনব ও আটক ছাত্র দু’জনেই গুটখায় আসক্ত ছিল। চন্দননগর পুলিস কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালাগি বলেন, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করছি।’ কমিশনারেটের এক অফিসার বলেন, ‘এদিন দুপুরে ক্লাস চলাকালীন দু’জনে তিনতলায় গিয়েছিল গুটখা খেতে। সেখানে মারামারি হয়। আরও জিজ্ঞাসাবাদে ঘটনাক্রম স্পষ্ট হবে।’ হিন্দি মাধ্যম স্কুলটির প্রধান শিক্ষক বিলিন্দর কুমার ঝা বলেন, ‘ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম। ওক ছাত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’ মৃত ছাত্রের বাবা গণেশ জালান পেশায় একজন দুধ ব্যবসায়ী। তিনি বলেন, ‘স্কুলে পড়াশোনার পরিবেশ ঩নেই। শিক্ষকরা কি কিছুই নজর করেন না? আমার ছেলের মৃত্যুর সমস্ত দোষীর শাস্তি চাই।’ মৃত ছাত্রের বাড়ির এলাকার কাউন্সিলার রমেশ সাউ বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। কিছুদিন আগে ওই ছাত্রের দিদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।’ ঘটনার পর অভিযুক্ত কিশোর একেবারে ভেঙে পড়েছে। সেই সঙ্গে অল্পদিনের মধ্যে পরপর দিদি ও ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিনবর পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা