বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উচ্চশিক্ষার জন্য সৌদিতে গিয়ে নিমতার গবেষকের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরানগর: উচ্চশিক্ষার জন্য সৌদিতে যাওয়া নিমতার যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম জয়দীপ চৌধুরী (৩৫)। বাবা রতনকুমার চৌধুরী বিএসএনএলের প্রাক্তন কর্মী ও মা রূপা চৌধুরী পোস্ট অফিসে চাকরি করতেন। জয়দীপের মতো তাঁর ভাইও মেধাবী। তিনি বর্তমানে হায়দরাবাদে একটি সংস্থায় চাকরি করেন। বৃদ্ধ দম্পতি ছেলের মৃত্যুর খবর শুনে শোকে মূহ্যমান। দ্রুত ছেলের দেহ বাড়িতে ফিরিয়ে আনা ও মৃত্যুরহস্য উন্মোচনের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিস ও প্রশাসনের তরফে পরিবারের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত রকম প্রয়াস নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দীপের বাড়ি নিমতার মন্দিরপাড়া নিউ রোড এলাকায়। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ২০২০ সালে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বরানগর থেকে তিনি রাশি বিদ্যায় (স্ট্যাটিস্টিক্স) পিএইচডি করেন। ২০২২ সালে পোস্ট ডক্টরেটের জন্য তিনি সৌদি আরবের আবুধাবি কিংস আবদুল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন। তিনি ইউনিভার্সিটির হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। গত অক্টোবর মাসে কোর্স শেষ হওয়ার পর ওই হস্টেলে থেকেই প্রজেক্ট ওয়ার্ক করছিলেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলতেন তিনি। শনিবার রাতে মা ফোন করলে তিনি ফোন ধরেননি। রবিবার ও সোমবার ফোন না ধরায় দুঃশ্চিন্তায় পড়েন বৃদ্ধ দম্পতি। সোমবার সন্ধ্যার পর নিমতা থানার মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যু সংবাদ পান। কীভাবে জয়দীপের মৃত্যু হয়েছে, তা জানে না পরিবার। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মা রূপা চৌধুরী চোখের জল মুছে বলেন, কী করে এই ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না। ছেলে সুস্থ, সবল ছিল। আমি রত্ন হারিয়ে ফেলেছি। আমার ছেলের দেহ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুক প্রশাসন।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, খুব দুঃখজনক ঘটনা। আমরা সবরকমভাবে ওই শোকগ্রস্ত পরিবারের পাশে রয়েছি। বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বলেন, প্রশাসনিক স্তরে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, পুলিসের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি যা যা করণীয় সব করা হচ্ছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা