বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ধর্ষণ-খুন কাণ্ডে দ্রুত চার্জশিট দিতে চায় পুলিস

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নির্জন জায়গা থেকে উদ্ধার হয়েছিল নিখোঁজ ১৪ বছরের কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ। তারপরই সামনে আসে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার তথ্য। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেট। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে বাড়তি গুরুত্ব দিয়েছে পুলিস। পুলিস কমিশনার সহ পদস্থ আধিকারিকরা তদন্তে তদারকি করছেন। তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দিতে চায় পুলিস। তাতে বিচার প্রক্রিয়ার অগ্রগতিও হবে। পুলিসের এই তৎপরতায় খুশি নিউটাউনের আবাসিকরা। সকলেই চাইছেন, এই ঘটনায় ধৃত যুবক সৌমিত্র রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ১০ দিনের পুলিসি হেফাজত শেষ হওয়ায় ধৃতকে বুধবার বারাসত আদালতে পুনরায় পেশ করা হয়েছিল। আরও ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছে আদালত।
বোনের সঙ্গে অভিমান করে গত ৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ১৪ বছরের ওই কিশোরী। অভিমান ভাঙতে বাড়ি ফিরতে চেয়েছিল। তাই জগৎপুরের কাছে সে সৌমিত্র রায়ের টোটোয় উঠেছিল। কিন্তু, সৌমিত্র তাকে বাড়ি না পৌঁছে দিয়ে নিয়ে যায় লোহাপুলে। সেখানে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ। ৭ ফেব্রুয়ারি সকালে কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি রাতেই গ্রেপ্তার হয় সৌমিত্র। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে সৌমিত্রর টোটোয় ওই কিশোরীকে দেখা গিয়েছে। টেকনিক্যাল তথ্য সহ সৌমিত্রের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্সও পেয়েছে পুলিস। কিশোরীর পোশাক থেকেও একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তে কোথাও যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য প্রথমদিন থেকে বিধাননগর কমিশনারেট এই মামলাটিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। কমিশনারেটের সিনিয়র পদস্থ পুলিস আধিকারিকদের সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও তদন্ত করেছেন। ঘটনাস্থলের জিও ম্যাপিং, অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণও করা হয়েছে। কিশোরীকে টোটোয় তোলা থেকে ঘটনাস্থল পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিস। তাই তদন্ত শেষ করে দ্রুত সুবিচারের লক্ষ্যে চার্জশিট জমা করতে চাইছে পুলিস।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা