বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিজেপির কার্যালয়ে ঝুলল তালা, মণ্ডল সভাপতির নামে পোস্টার, বিতর্ক

সংবাদদাতা, বারুইপুর ও কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। বুধবার দুপুরে বারুইপুরে যাদবপুর-জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মীরা। তাঁদের প্রশ্ন, কর্মীদের না জানিয়ে রাতের অন্ধকারে মণ্ডল সভাপতি নির্বাচন কেন হল? অবিলম্বে জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উৎপল নস্করকে অপসারণ করতে হবে। অন্যদিকে, বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই সাগর মণ্ডল-১ এর সভাপতির নামে পোস্টার পড়ল বিভিন্ন এলাকায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উৎপল নস্কর বলেন, যাঁরা এই বিক্ষোভ করেছেন, তাঁরা বিজেপির সক্রিয় কর্মী নন। মণ্ডল সভাপতি নির্বাচনে জেলা সভাপতির কোনও ভূমিকা নেই।
অন্যদিকে, এদিন প্রথমে বারুইপুর রাসমাঠে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখান থেকে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে তাঁরা আসেন বিজেপির জেলা কার্যালয়ে। তারপর জেলা কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি এক কর্মী রাধামাধব জাগুলিয়া বলেন, অবৈধভাবে মণ্ডল সভাপতি নির্বাচন করা হচ্ছে। এরা তৃণমূলের সঙ্গে জড়িত। এই মণ্ডল সভাপতিদের নাম প্রত্যাহার করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বুথ সভাপতিদের টাকা আত্মসাৎ করেছেন জেলা সভাপতি উৎপল নস্কর। তাঁকে অপসারণ করতে হবে। আর এক বিজেপি কর্মী উজ্জল রায় বলেন, আমাদের আন্দোলন চলবে। কারণ জেলা সভাপতি নিজের লোকদের মণ্ডল সভাপতি করেছেন কাউকে কিছু না জানিয়ে। পাশাপাশি, সাগরে মণ্ডল এক-এর সভাপতি করা হয়েছে চিন্ময় শাহুকে। এর জেরে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এই সভাপতি বদলের দাবিতে সাগরের কচুবেড়িয়া, আশ্রম মোড়, বুধাখালি এলাকায় পোস্টার পড়ে। পোস্টারে লেখা ছিল, টাকার বিনিময়ে মণ্ডল সভাপতিকে মানছি না। অবিলম্বে অবৈধ মণ্ডল সভাপতির নাম বাতিল করতে হবে। নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা