বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নার্সিং কলেজের জন্য রাজ্যকে প্রস্তাব পুরসভার, জমি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নার্সিং কলেজ তৈরি করতে চাইছে কোন্নগর পুরসভা। একইসঙ্গে পুরসভার বর্তমান হাসপাতালকেও আধুনিক করার পাশাপাশি আরও শয্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি ও নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতেই এই পরিকল্পনা। ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রকল্প রিপোর্ট সহ প্রস্তাব পেশ করা হয়েছে।
কোন্নগর পুরসভা সূত্রে খবর, পুরভবনের কাছেই প্রস্তাবিত প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে নার্সিং কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি, বর্তমান হাসপাতালে আরও ১০০টি শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন পুরকর্তারা। রাজ্য সরকার সবুজ সঙ্কেত দিলেই যাতে কাজ শুরু করা যায়, তার প্রস্তুতি আগেই নিয়ে রাখতে চাইছেন পুরকর্তারা। কোনও পুরসভার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ কার্যত বেনজির।
পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, আমাদের জায়গা আছে। ১০০ জন ছাত্রীর জন্য নার্সিং কলেজ তৈরির যাবতীয় পরিকাঠামো আমরা গড়তে পারব। তাতে নতুন কর্মসংস্থানের সুযোগ যেমন হবে, তেমনই আমাদের হাসপাতালেরও সুবিধা হবে। আমরা পুরসভার হাসপাতালকে আরও আধুনিক করে তুলতে চাইছি। মানুষকে বাড়তি পরিষেবা দিতে শয্যা সংখ্যা আরও ১০০ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এখন রাজ্য সরকার অনুমোদন দিলেই কাজ শুরু হয়ে যাবে। পুরসভার এক অফিসার বলেন, বেসরকারি কলেজে প্রচুর টাকা খরচ করে মেয়েরা নার্সিং ট্রেনিং নেয়। সেখানে পুরসভার নার্সিং কলেজের ফি তুলনায় অনেকটাই কম হবে। আবার, পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে। সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে। 
গত কয়েক বছর ধরেই কোন্নগরের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে উঠেপড়ে নেমেছেন পুরকর্তারা। পুরসভার হাসপাতালে উন্নতমানের একাধিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। সিটি স্ক্যানের মতো আধুনিক পরিষেবা চালু হয়েছে। এমনকী, কোন্নগরের নাগরিকরা চেন্নাইয়ে চিকিৎসা করাতে গেলে যাতে থাকতে পারেন, সেকারণে সেখানে অতিথিশালারও ব্যবস্থা করেছে পুরসভা। সম্প্রতি এমআরআই মেশিন বসানোর তৎপরতা শুরু হয়েছে। এবার নার্সিং কলেজ ও পুরসভার হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমপর্বে ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে নার্সিং কলেজ চালুর জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে কোন্নগর পুরসভার হাসপাতালে ৬০টি শয্যা আছে। আরও ১০০টি শয্যা বাড়াতে চাইছে পুরসভা। পুরকর্তাদের দাবি, এই বাড়তি শয্যার জন্য যে নার্সিং স্টাফ প্রয়োজন, তা পাওয়া যাবে নার্সিং কলেজ থেকে। পাশাপাশি ট্রেনি নার্স হিসেবেও কাজের সুযোগ পাবেন তাঁরা।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা