বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দু’টি তেলিয়া ভোলার দাম উঠল সাড়ে ৪ লক্ষ

সংবাদদাতা, কাকদ্বীপ: তিরিশ কিলো ওজনের দু’টি তেলিয়া ভোলা মাছ জালে উঠল। এ দু’টি তাদের ভাগ্য ফিরিয়ে দেবে আন্দাজ করে মৎসজীবীরা জালটাল গুটিয়ে সাগর থেকে ফিরে চলে আসেন। বাস্তবেও দেখা গেল, মাছ দু’টির দাম উঠল বিপুল। বিক্রি হল সাড়ে চার লক্ষ টাকায়। ট্রলারের মাঝি অমল দাস জানান, দু’টি মাছের ওজন প্রায় ৩০ কেজি। একটি ছেলে ও অন্যটি মেয়ে ভোলা। মেয়ে মাছটি পাইকারি বাজারে আড়াই হাজার টাকা কিলো দরে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। আর ছেলে মাছটি ১২ হাজার টাকা কিলো দরে তিন লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই মাছের পটকা বিদেশি বাজারে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ওষুধ সহ বিভিন্ন মূল্যবান জিনিস তৈরিতে প্রয়োজনে লাগে। মেয়ে ভোলার পটকা পাতলা হওয়ার কারণে তার দাম কম। পুরুষ ভোলার পটকা পুরু। ফলে বাজারে বিক্রি হয় বেশি দামে।
কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এই তেলে ভোলা দু’টি। প্রায় ন’দিন আগে এফ বি অপু নামের একটি ট্রলার কাকদ্বীপের গয়লার চক থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। শনিবার মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন। জাল তোলার পর দেখতে পান বড় আকারের একটি ভোলা মাছ ধরা পড়েছে। রাত শেষে আবার রবিবারও জাল ফেলেন। এ দফায় আরও একটি ভোলা ওঠে। দুটি ভোলা মাছ পাওয়ার পর সোমবার আনন্দে জাল গুটিয়ে নেন মৎস্যজীবীরা। ফিরে আসেন উপকূলে। রাতেই মাছ দু’টি নিয়ে ডায়মন্ডহারবারের পাইকারি বাজারে যান। তারপর সে দু’টি বিপুল দামে বিক্রি হয়। অমল দাস সহ ট্রলারের অন্যান্য মৎসজীবীরা এই দাঁও মারতে পেরে বেজায় খুশি। ভোলা মাছ দু’টি সাময়িকভাবে দুঃখ, কষ্ট ভোলাবে ভেবে আশাবাদী তাঁরা।  নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা