কলকাতা

মদ্যপদের হাতে আক্রান্ত শ্রমিক, ক্ষোভে ক্লাবে তালা বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক্লাবের মধ্যেই বসেছিল জুয়ার ঠেক, মদের আসর। সেখান থেকে কয়েকজন বেরিয়ে এসে বেধড়ক মারধর করে এক শ্রমিককে। সোমবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বেলঘরিয়ায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেলঘরিয়া থানার পুলিস। উত্তেজিত জনতা ওই ক্লাবে তালা লাগিয়ে দেয়। যদিও ক্লাব কর্তৃপক্ষ মদ ও জুয়ার আসরের কথা অস্বীকার করেছে। পুলিস জানিয়েছে, ক্লাবের ভিতর থেকে তাস, টাকা, খালি মদের বোতল ও গ্লাস উদ্ধার হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে রয়েছে এই ক্লাব। এটি বেলঘরিয়া স্টেশন লাগোয়া অঞ্চলে। এই ক্লাব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, সন্ধ্যা হলেই ক্লাবে বসে নেশার আসর, জুয়ার ঠেক। সেখানে বসেই মদ্যপদের কেউ কেউ পথচারীদের বিশেষ করে মহিলাদের উদ্দেশে নানা কটুক্তি করে। সোমবার রাতে বেলঘরিয়া ব্যাগ বাজারের এক শ্রমিকের সঙ্গে ওই ক্লাবের সদস্যদের ঝামেলা হয়। তাঁকে ক্লাবের সামনে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। এলাকাবাসী পাল্টা চড়াও হন। তাঁদের বিক্ষোভে ক্লাব থেকে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রা ক্লাবে ঢুকে দেখেন তাস, টাকা, মদের বোতল ও গ্লাস ছড়িয়ে রয়েছে। এতে ক্ষোভ চরমে ওঠে। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিস এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এরপর স্থানীয় বাসিন্দারা ক্লাবে তালা লাগিয়ে দেন। এলাকাবাসী রোহিত সিং বলেন, প্রতিদিনই ওই ক্লাবঘরে নেশার আসর ও জুয়ার ঠেক বসে। ক্লাবের সামনে দিয়ে সাধারণ মানুষ ও মহিলারা যেতে পারেন না। তাঁদের কটুক্তি শুনতে হয়। বহুবার লিখিত অভিযোগ দিলেও কোনও লাভ হয়নি। স্থানীয়রা বলেন, আড়িয়াদহের একটি ক্লাবে বহুল চর্চিত জয়ন্ত সিংয়ের দলবলের অত্যাচারের কথা প্রকাশ্যে এসেছিল। তা নিয়ে বিস্তর হইচইয়ের পরও ক্লাবের মধ্যে নেশা ও জুয়ার আসর যে চলছে, এই ঘটনা তারই প্রমাণ।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা