কলকাতা

গল্ফগ্রিনের মসজিদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার পাচ্ছে পাকা ঘর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রিন্স আনোয়ার শাহ রোডে গল্ফগ্রিন থানার পাশের মসজিদ পাড়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। সেখানে ১৩টি বাড়ি নতুন করে তৈরি হচ্ছে। কাঠ বা বাঁশের ঘর নয়, তৈরি হচ্ছে পাকা বাড়ি। ঝুপড়ি পাল্টে হচ্ছে পাকা ঘর। ২৮ অক্টোবর ভোরবেলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১৩টি ঘর। পুরোপুরি পুড়ে যায় আটটি ঘর। এক যুবকের মৃত্যু হয়। এতদিন ধরে সেখানকার বাসিন্দারা একটি জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। সম্প্রতি ক্ষতিপূরণ বাবদ বিপর্যস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার টাকা বরাদ্দ করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। গোটা বাড়ি পুড়ে গিয়েছে, এমন ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের ঘর বানানোর জন্য ৩৫ হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের জন্য ছ’হাজার ৩০০ টাকা করে বরাদ্দ হয়েছে। সে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দালান ঘর তৈরির বাকি টাকার একটি অংশ স্থানীয় কাউন্সিলার দিচ্ছেন। ক্ষতিগ্রস্তরাও সাধ্যমতো দিচ্ছেন। ঘর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মঙ্গলবার কাজের তদারকিতে গিয়েছিলেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস। আগুনে ক্ষতিগ্রস্ত আরতি হালদার, স্বপ্না নস্কররা বলেন, ভেবেছিলাম আমাদের সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু রাজ্য সরকার, পুরসভা, কাউন্সিলারের থেকে অনেক সাহায্য পেয়েছি। জামা-কাপড়, বাসনপত্র কোনও কিছুই নিয়ে বের হতে পারিনি। কাউন্সিলার মৌসুমী দাসের কথায়, দুর্ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াতে হয়। তা মমতাদি শিখিয়েছেন। ওদের যাবতীয় সাহায্য করা হয়েছে। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারও অনেক সহযোগিতা করেছেন।  জানা গিয়েছে, এই ঘটনায় পুত্রহারা নীলিমা নস্করের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বরাদ্দ হয়েছে। - নিজস্ব চিত্র
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা