কলকাতা

বাগনানে জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার
 

সংবাদদাতা, উলুবেড়িয়া: মাত্র ন’দিনের মধ্যে ফের একই ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের চন্দ্রপুরে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। দুর্ঘটনার পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস ট্যাঙ্কারটিকে তোলার চেষ্টা শুরু করেন।
এদিন দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি হলদিয়া থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল। বেলা ২টো নাগাদ আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। গ্যাস ট্যাঙ্কার এভাবে উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়কের কলকাতামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে চলে আসে বাগনান থানার পুলিস, আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার জন অ্যাল্যান জর্জ। ঘটনাস্থলে পৌঁছন দমকল এবং ওই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্মীরা। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন। পাশাপাশি রাস্তার একটি পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। এদিকে, মাত্র কয়েকদিনের ব্যবধানে এইভাবে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ২২ ডিসেম্বর, রবিবার যেখানে গ্যাস ট্যাঙ্কারটি উল্টেছিল, সেখান থেকে মাত্র ৫০ মিটার দূরে ফের একইরকম দুর্ঘটনা। আমরা রীতিমতো আতঙ্কে আছি। ২০২০ সালে ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর গ্যাস লিক করায় আতঙ্কে অনেকেই গ্রাম থেকে চলে গিয়েছিলেন। তবে এবারে তেমন কিছু হয়নি। -নিজস্ব চিত্র 
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা