কলকাতা

রাতে বাড়ি ফেরার পথে সিঙ্গুরে খুন স্টুডিও মালিক, ধন্দে পুলিস
 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে খুন হলেন সিঙ্গুরের স্টুডিও মালিক। বুধবার রাতে সিঙ্গুরের মহম্মদপুরে ব্রাহ্মণপাড়ায় এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর গলায় চপার জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রাতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই তিনি মারা যান। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোমনাথ মাইতি (৩২)। তিনি দিয়ারা মালিকপাড়ার বাসিন্দা ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে সোমনাথের স্কুটারটি পড়েছিল। তাঁর টাকা, ফোন কিছুই খোয়া যায়নি। ফলে কেন তাঁকে খুন করা হল, তা নিয়ে ধন্দে সিঙ্গুর থানার পুলিস। মৃতের পরিবারও স্পষ্ট করে কোনও কারণ জানাতে পারেনি।
বৃহস্পতিবার মৃতের স্ত্রী সুইটি দত্ত মাইতি খুনের অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে কারও বিবাদ বা শত্রুতা ছিল না। তিনি নির্বিরোধী মানুষ ছিলেন। তবে তিনি অনেকের কাছ থেকে টাকা পেতেন। সম্প্রতি সেই টাকার জন্য তাগাদা শুরু করেছিলেন। সেই কারণেই তাঁকে খুন হতে হল কি না, পুলিস খতিয়ে দেখুক। আমি চাই, আমার ও আমাদের আড়াই বছরের সন্তানের জীবন যারা নষ্ট করল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 
সিঙ্গুর থানার পুলিস জানিয়েছে, ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। খুনের তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হুগলি গ্রামীণ পুলিসের একটি অংশের মতে, সোমনাথ ব্যবসায়ী হলেও থুব একটা বিত্তশালী ছিলেন না। দুষ্কৃতীরা তাঁর টাকা, মোবাইল, স্কুটার কিছুই নিয়ে যায়নি আততায়ীরা। মনে করা হচ্ছে, অন্য কাউকে ‘টার্গেট’ করা হয়েছিল। কিন্তু ভুলবশত তাঁর উপর হামলা চালানো হয়েছে। তবে এর পিছনে রহস্য থাকলেও থাকতে পারে। খুনের তদন্তে পারিবারিক ও ব্যবসায়িক বিবাদের কোনও সূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের বরা হোরপুরে সোমনাথের স্টুডিও আছে। সেখানে ট্রেনের টিকিটও কাটা হতো। রাত সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে তিনি স্কুটার চালিয়ে বাড়ি ফিরে আসতেন। বুধবার রাতে সেভাবেই তিনি ফিরছিলেন। পথে মহম্মদপুরে রাস্তার ধারে তিনি আক্রান্ত হন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, যখন ঘটনাটি ঘটেছে, তার পরপরই দুই যুবককে বাইক নিয়ে দ্রুতগতিতে চলে যেতে দেখা গিয়েছিল।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা